BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট দিল্লি বিধানসভায় বিরোধী দলনেতা অতিশী ‘হপ্তা উসুলি’ শোতে আপত্তিকর মন্তব্য! কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকির বিরুদ্ধে দায়ের মামলা সারপ্রাইজ টেস্টে ফেল ৮৪ নামাজাদা ওষুধ, জারি সতর্কতা তেলেঙ্গানায় সুড়ঙ্গে ধস, উদ্ধার কাজ নিয়ে খোঁজ নিলেন রাহুল গান্ধি জার্মানিতে চলছে ২১তম সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ ভোটের আগে ঘর গোছাতে রাজ্য সম্মেলন ঘোষণা তৃণমূলের, প্রধানবক্তা মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানে জেলবন্দি ইমরান খানের নামে স্টেডিয়াম টানেল ধস: উদ্ধারকাজে ব্যর্থ এনডিআরএফ, তেলেঙ্গানার সুড়ঙ্গে এখনও আটকে ৮ শ্রমিক শহরে দুষ্কৃতীদের দৌরাত্ম্য অব্যাহত, ঢাকুরিয়ার প্রকাশ্য রাস্তায় মহিলার গলা থেকে হার ছিনতাই ভুয়ো ভোটারে কড়া রাজ্য, ভোটার তালিকা সংশোধনে বাড়তি নজরদারির নির্দেশ নবান্নের

চোর সন্দেহে দলিত যুবককে অমানবিক নির্যাতন রাজস্থানে

রিপোর্টার:
  • শেষ আপডেট: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

পুবের কলম, ওয়েবডেস্ক: উল্টো করে ঝুলিয়ে অমানবিক নির্যাতন চালানো হল দলিত যুবককে। বিজেপি শাসিত রাজস্থানের এই ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। শ্রাবণ মেঘওয়াল নামের দলিত যুবককের দু’পা বেঁধে গাছে ঝুলিয়ে চলে শারীরিক নির্যাতন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ জানুয়ারি) রাজস্থানের বারমের জেলায় গুদামালানি থানা এলাকায়। ঘটনার পরই দেশে দলিতদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা গিয়েছে, ওই দলিত যুবকের বিরুদ্ধে বাইক চুরির অভিযোগ উঠে। তারপর তাকে ধরে প্রথমে শারীরিক ভাবে নিগৃহ করা হয়। পরে তাকে গাছে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক মারধর করে স্থানীয়রা। অমানবিক ভাবে নির্যাতন চালানোর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তাতে দেখা গিয়েছে, দলিত যুবককে উল্টো করে ঝুলিয়ে যখন মারধর করা হচ্ছে, তখন মেঘওয়াল জোরে জোরে চিৎকার করছে। নির্যাতন সহ্য করতে না পেরে এক পর্যায়ে প্রাণ ভিক্ষা চাইতে দেখা যায় দলিত যুবককে। এমনকি হাতজোড় করে তাকে রেহাই দেওয়ার জন্য আবেদন জানান মেঘওয়াল।

Read More: ভোটে লড়তে দিল্লিবাসীর কাছে অর্থ সাহায্য চাইলেন অতিশি

এই ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিতর্কের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে নেটিজেনরা। পুলিশ জানিয়েছে, দলিত যুবকের অভিযোগের ভিত্তিতে ছ’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বারমেরের পুলিশ সুপার নরেন্দ্র সিং মীনা বলেছেন, মেঘওয়ালকে এর আগে বাইক চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু পরে সে জামিনে মুক্তি পান। পুলিশ সুপার জানিয়েছেন, “চুরির ঘটনা সামনে আশার পর এই হামলার ঘটনা ঘটেছে। আপাতত মামলার তদন্ত চলছে।”

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder