মারাদোনার বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ

- আপডেট : ২৩ নভেম্বর ২০২১, মঙ্গলবার
- / 4
পুবের কলম ওয়েবডেস্কঃ খেলোয়াড়ি জীবনে অবিশ্বাস্য সব কীর্তি গড়ে সব সময় আলোচনার মধ্যে থাকতেন দিয়েগো মারাদোনা। একই সঙ্গে মাদক ও নারীঘটিত বিষয়েও তাকে নিয়ে সমালোচনা ঢের হয়েছে ঢের। সব আলোচনা-সমালোচনার ঊর্ধ্বে উঠে গত বছর নভেম্বরেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। তবে মৃত্যুর পরও বিতর্ক তার পিছু ছাড়ছে না। এবার ফুটবলের রাজপুত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক কিউবান মহিলা। তার অভিযোগ, মারাদোনা তাকে ধর্ষণ করেছিলেন।
আর সে কারণের আত্মহত্যার ভাবনাও তার মনে খেলেছিল। ৩৭ বছর বয়সী মেইভিস অ্যালভারেজ রেগো জানান, আজ থেকে বিশ বছর আগের ঘটনা। ১৬ বছর বয়সে মারাদোনার সঙ্গে মাদক নিরাময়ের জন্য থাকতেন কিউবাতে। দুজনের পরিচয়ের স্মৃতি মনে করে তিনি বলেন, ‘আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। কারণ সে আমাকে পুরোপুরি জয় করে নিয়েছিল। কিন্তু তার কয়েক মাসের মধ্যেই পরিস্থিতি বদলাতে থাকে।’ আর্জেন্টাইন কিংবদন্তি নাকি তাকেও কোকেইন সেবন করানোর চেষ্টাও করেছিলেন।সে কারণে তার প্রতি ঘৃণাও সৃষ্টি হয়ে গিয়েছিল ১৬ বছর বয়সী কিউবান তরুণীর। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি তাকে ভালোবাসতাম, কিন্তু আমি তাকে ঘৃণাও করতাম। এমনকি তার জন্যে আমার মাথায় আত্মহত্যার চিন্তাও খেলে যেত তখন।’বর্তমানে ১৫ ও ৪ বছর বয়সী দুই সন্তানের মা মেইভিস।