এবার উত্তরবঙ্গের বাস মিলবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম থেকে – জেনে নিন কি ভাবে!

- আপডেট : ৮ মে ২০২২, রবিবার
- / 4
পুবের কলম ওয়েবডেস্কঃ রাষ্ট্রীয় পরিবহণ নিগম এর উদ্যোগে শুরু হতে চলেছে কলকাতা থেকে উত্তরবঙ্গের বাস পরিসেবা। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি) যাবতীয় পরিষেবা দিত। এবার থেকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমও কলকাতা থেকে উত্তরবঙ্গ সরাসরি বাস দেওয়ার ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। চলতি মাস থেকেই, এই বাস পরিষেবা শুরু করতে চায় এসবিএসটিসি অর্থাৎ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম এমনটাই খবর মিলেছে ।
গরমের তীব্র দাবদাহে সাধারণ মানুষ হাঁসফাঁস করছে। সেই গরম থেকে মুক্তি পেতে অনেকেই উত্তরবঙ্গে যাওয়ার পরিকল্পনা করে থাকেন।এই গরমের মরশুমে এই বাস পরিসেবা চালু করতে পারলে পর্যটকমহলে বিপুল সাড়া পরবে। যেই হারে পেট্রোল ডিজেল বা পেট্রোপণ্যের দাম বেড়েছে তার জেরে প্রতিটি জিনিসের দাম বেড়েছে। সব কিছুর দাম হয়েছে আকাশছোঁয়া। সব কিছুর পরেও, বাসের ভাড়া কিছুটা কম রেখে এই পরিসেবা দেওয়ার কথা উঠেছে।কেবল পর্যটকদের কথা মাথায় রেখে এই সিধান্ত নেওয়া হয়েছে এমনটা নয়। এর সুবিধা পাবেন সকলেই।উত্তরবঙ্গের আরও বিভিন্ন জায়গায় যাওয়া সাধারণ যাত্রীরাও এই টিকিট কাটবে বলে আশা করছেন তারা।
দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের চেয়ারম্যান সুভাষ মণ্ডল জানিয়েছেন যে মে মাস থেকেই কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার বাস পরিষেবা শুরু হয়ে যাবে। এমনকি এসি ভলভো বাস গুলি এই মাস থেকে শুরু হবে। শুধু কলকাতা না বাঁকুড়া , আসানসোল, এমনকি বর্ধমান থেকেও শিলিগুড়ি পর্যন্ত বাস চালু করতে চলেছে এসবিএসটিসি। কলকাতা থেকে শিলিগুড়ি এসি বাসের পরিষেবা মিললেও, বাঁকুড়া , আসানসোল, এমনকি বর্ধমান থেকে যেই বাস পরিষেবা শুরু হবে সেগুলি নন এসি বাস হবে বলে জানা গেছে।