এবার রোমানিয়ায় পড়ার সুযোগ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের

- আপডেট : ১ জুন ২০২২, বুধবার
- / 15
পুবের কলম প্রতিবেদক: এবার রোমানিয়ার বিশ্ববিদ্যালয় বেবস-বোলয়াইতে পড়ার সুযোগ পাবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ইতিমধ্যে দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মউ স্বাক্ষরিত করেছে।
এর ফলে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদান ঘটবে বলে মনে করছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলকাতা বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই চুক্তির মেয়াদ ৫ বছর। জানা গিয়েছে, এই মউ স্বাক্ষর করার জন্য দিল্লির রোমানিয়ায় দূতাবাস থেকে কলকাতায় এসেছিলেন অ্যাম্বাসেডর ড্যানিয়েলা মারিয়ানা।
শুধুমাত্র শিক্ষক ও পড়ুয়ারাই নয়, এই এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে উপকৃত হবেন এখানকার গবেষকরাও। গবেষণার কাজের জন্য তাঁদের সবরকম সহায়তা করবে বেবস-বোলয়াই ইউনিভার্সিটি।
পাঁচ বছরের জন্য এই প্রোগ্রাম চালাবার পুরো খরচ বহন করবে দুই বিশ্ববিদ্যালয়। মনে করা হচ্ছে যে,এই মউ স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের দুই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক ও গবেষকরা উপকৃত হবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানান, দুই দেশের সাংস্কৃতিক আদানপ্রদানের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কেরও আরও উন্নতি ঘটবে। দুই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এই এক্সচেঞ্জ প্রোগ্রামে উপকৃত হবে পড়ুয়ারাই, যা ভবিষ্যতে তাঁদের অনেকটাই সাহায্য করবে।