২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দীর্ঘ ৮ বছর ধরেই গাছে থাকেন করাচির এই যুবক!  জেনে নিন সেই করুণ কাহিনি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ এপ্রিল ২০২২, মঙ্গলবার
  • / 2

পুবের কলম, ওয়েবডেস্ক: একটি ছেলে রাস্তা দিয়ে হেঁটে এল, তার পর একটা পাঁচিলের ওপর ভর দিয়ে উঠে গেল গাছে। রাস্তায় অহরত্র এই ধরনের ঘটনা দেখা যায়। কিন্তু ছেলেটিকে গাছ থেকে কিছু পেরে নামতে দেখা গেল না, বরং তাকে গাছের উপরে সেখানে একটি ঘরের মধ্যে ঢুকতে দেখা গেল। গাছের মাথায় ঘর! হ্যাঁ ঠিকই শুনেছেন সেখানেই থাকেন এই যুবক। নাম ফরমান আলি। বিগত আট বছর ধরে গাছেই ‘ট্রি হাউস’ তৈরি করে সেখানে বসবাস ফরমান আলির। পাকিস্তানের করাচির বাসিন্দা ফরমান স্থানীয় মানুষের কাছে ‘ট্রি ম্যান’ ও ‘টারজান ম্যান’ বলে পরিচিত।

কিন্তু বর্তমান সময়ে যখন আরামের সব রসদ ইচ্ছে করলেই প্রায় হাতের কাছে পাওয়া যায়, তখন ফরমানের এই অদ্ভূত ইচ্ছের কারণ!

 

ফরমানের কথায়, তাঁর বাবা-মা ইন্তেকাল করেছেন।  তার পর থেকেই তাঁর জীবন পরিবর্তন হয়ে গেছে। গরিব বলে তাকে কেউ পছন্দ করত না। কারুর কাছে আশ্রয় মেলেনি। আমার কোনও বাড়ি ছিল না। বাড়ি কেনারও ক্ষমতা নেই। এর ওর বাড়ির বারান্দায় শুয়ে রাত কাটাতাম।  অভাবের কারণে স্ত্রী’ও আমাকে ছেড়ে চলে যায়। প্রতি মাসে স্ত্রী আমার কাছ থেকে প্রতি মাসে ১০ হাজার টাকা দাবি করেন। স্ত্রী’য়ের ইচ্ছে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম। পারিনি।

তবে কোনও মতে দিনগুজরান হয়ে যায়। গাড়ি মোছার কাজ থেকে সবজি বয়ে লোকের বাড়িতে দিয়ে আসার কাজ করে দি। তার বিনিময়ে টাকা দেয় তারা। কেউ আবার ভালোবেসে ফল-মিষ্টি জল দেয়।

ফরমান জানান, এই ট্রি হাউসে তিনি অনেক শান্তিতে আছেন। কোনও দুঃখ নেই।  এই ট্রি হাউসটিকে তিনি সুন্দর করে সাজিয়ে নিয়েছেন। তার ঘর আলোকিত হয়, ব্যাটারি চালিত আলো দিয়ে।হাত ধোয়ার জন্য আছে বেসিন।

এত গরমের মধ্যে এইভাবে গাছের মাথায় বাড়ি বানিয়ে থাকতে অসুবিধা হয় না বলেই জানিয়েছেন ফরমান। বরং তার বক্তব্য, গরম আবহাওয়া, বিদ্যুত না থাকার সঙ্গেই নিজেকে মানিয়ে নিয়েছেন তিনি।

ফরমানের আক্ষেপ,  পাক সরকারের কাছে অনেকবার সাহায্যের আবেদন করেও কিন্তু এখনও কোনও সাহায্য পাননি। তবে ফরমানের আশা তার এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় একমাত্র আল্লাহ’র কাছেই আছে। একদিন তার সুদিন আসবেই।

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দীর্ঘ ৮ বছর ধরেই গাছে থাকেন করাচির এই যুবক!  জেনে নিন সেই করুণ কাহিনি

আপডেট : ৫ এপ্রিল ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: একটি ছেলে রাস্তা দিয়ে হেঁটে এল, তার পর একটা পাঁচিলের ওপর ভর দিয়ে উঠে গেল গাছে। রাস্তায় অহরত্র এই ধরনের ঘটনা দেখা যায়। কিন্তু ছেলেটিকে গাছ থেকে কিছু পেরে নামতে দেখা গেল না, বরং তাকে গাছের উপরে সেখানে একটি ঘরের মধ্যে ঢুকতে দেখা গেল। গাছের মাথায় ঘর! হ্যাঁ ঠিকই শুনেছেন সেখানেই থাকেন এই যুবক। নাম ফরমান আলি। বিগত আট বছর ধরে গাছেই ‘ট্রি হাউস’ তৈরি করে সেখানে বসবাস ফরমান আলির। পাকিস্তানের করাচির বাসিন্দা ফরমান স্থানীয় মানুষের কাছে ‘ট্রি ম্যান’ ও ‘টারজান ম্যান’ বলে পরিচিত।

কিন্তু বর্তমান সময়ে যখন আরামের সব রসদ ইচ্ছে করলেই প্রায় হাতের কাছে পাওয়া যায়, তখন ফরমানের এই অদ্ভূত ইচ্ছের কারণ!

 

ফরমানের কথায়, তাঁর বাবা-মা ইন্তেকাল করেছেন।  তার পর থেকেই তাঁর জীবন পরিবর্তন হয়ে গেছে। গরিব বলে তাকে কেউ পছন্দ করত না। কারুর কাছে আশ্রয় মেলেনি। আমার কোনও বাড়ি ছিল না। বাড়ি কেনারও ক্ষমতা নেই। এর ওর বাড়ির বারান্দায় শুয়ে রাত কাটাতাম।  অভাবের কারণে স্ত্রী’ও আমাকে ছেড়ে চলে যায়। প্রতি মাসে স্ত্রী আমার কাছ থেকে প্রতি মাসে ১০ হাজার টাকা দাবি করেন। স্ত্রী’য়ের ইচ্ছে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম। পারিনি।

তবে কোনও মতে দিনগুজরান হয়ে যায়। গাড়ি মোছার কাজ থেকে সবজি বয়ে লোকের বাড়িতে দিয়ে আসার কাজ করে দি। তার বিনিময়ে টাকা দেয় তারা। কেউ আবার ভালোবেসে ফল-মিষ্টি জল দেয়।

ফরমান জানান, এই ট্রি হাউসে তিনি অনেক শান্তিতে আছেন। কোনও দুঃখ নেই।  এই ট্রি হাউসটিকে তিনি সুন্দর করে সাজিয়ে নিয়েছেন। তার ঘর আলোকিত হয়, ব্যাটারি চালিত আলো দিয়ে।হাত ধোয়ার জন্য আছে বেসিন।

এত গরমের মধ্যে এইভাবে গাছের মাথায় বাড়ি বানিয়ে থাকতে অসুবিধা হয় না বলেই জানিয়েছেন ফরমান। বরং তার বক্তব্য, গরম আবহাওয়া, বিদ্যুত না থাকার সঙ্গেই নিজেকে মানিয়ে নিয়েছেন তিনি।

ফরমানের আক্ষেপ,  পাক সরকারের কাছে অনেকবার সাহায্যের আবেদন করেও কিন্তু এখনও কোনও সাহায্য পাননি। তবে ফরমানের আশা তার এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় একমাত্র আল্লাহ’র কাছেই আছে। একদিন তার সুদিন আসবেই।