Pahalgam Terror Attack: নিহতদের সমবেদনা জানালেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট

- আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, বুধবার
- / 31
ভারতে সফররত জেডি ভান্স
পুবের কলম ওয়েবডেস্ক: এবার পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) তীব্র নিন্দা করলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। উল্লেখ্য যে,বর্তমানে সপরিবারে ভারতে রয়েছেন তিনি। আর পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) ঘটনাকে ভয়ঙ্কর বললেন তিনি।পাশাপাশি মৃতদের পরিজনদের সমবেদনাও জানিয়েছেন তিনি। জেডি ভ্যান্স চার দিনের সফরে ভারতে এসেছেন। সোমবার সন্ধে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য ও সম্পর্কের ক্ষেত্রে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাঁর স্ত্রী ঊষা চিলুকুরি ভারতীয় বংশোদ্ভূত। তাঁদের সঙ্গে তিন সন্তানও ভারত সফরে এসেছেন। পর্যটকদের উপর জঙ্গি হামলার নিন্দা করে এক্স হ্যান্ডলে ভান্স লেখেন, “ঊষা ও আমি পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের পরিজনদের সমবেদনা জানাই। এই কয়েকদিনে ভারত ও এখানকার মানুষের আতিথেয়তায় আমরা অভিভূত।” এই শোকের আবহে তাঁরা ভারতের পাশে রয়েছেন বলে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জানান।
আরও পড়ুন: Pahalgam Terror Attack: নিহত দুই যুবকের দেহ ফিরল দমদম বিমানবন্দরে
পহেলগাঁওয়ের জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) নিন্দা করে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।