১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
হাওড়া থেকে গ্রেফতার তিন বাংলাদেশি, ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ

ইমামা খাতুন
- আপডেট : ২৪ জুন ২০২২, শুক্রবার
- / 21
প্রীতম কোলে, হাওড়াঃ এবার হাওড়ার ডোমজুরের বাঁকড়া থেকে তিন বাংলাদেশি কে গ্রেফতার করল বাঁকড়া ফাঁড়ির পুলিশ। বাঁকড়ার নয়াবাজ এলাকার একটি বাড়ি থেকে প্রথমে দুজন কে গ্রেফতার করে, তাদের জিজ্ঞাসাবাদ করে রিপন হালদার বলে আরও একজনকে গ্রেফতার করেন পুলিশ।পুলিশ সূত্রে খবর, রিপনই বাংলাদেশ থেকে লোক ঢোকানোর কাজ করতো। এর আগে মুহাম্মাদ সালাউদ্দিন ও মুহাম্মাদ মণির কে গ্রেফতার করেন পুলিশ। কি উদ্দেশ্যে তারা এখানে এসেছিলো তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই এদের বিরুদ্ধে বেআইনি ভাবে প্রবেশের অভিযোগ আনা হয়েছে । আপাতত 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।