কিয়েভ সফরে তিন রাষ্ট্রপ্রধান

- আপডেট : ১৬ জুন ২০২২, বৃহস্পতিবার
- / 8
পুবের কলম ওয়েবডেস্কঃ ইউরোপীয় ইউনিয়নের তিন প্রভাবশালী দেশ জার্মানি, ফ্রান্স ও ইতালির নেতারা কিয়েভ সফর করছেন। ইতিমধ্যে তারা কিয়েভে পৌঁছে গেছেন। আশা করা হচ্ছে, ইউক্রেনের পক্ষে তারা তাদের সমর্থন ব্যক্ত করবেন। সফরে রয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর এবং ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। যুদ্ধের মধ্যে অন্যান্য ইউরোপীয় নেতা ইউক্রেনে সফর করলেও তারা কেন করছেন না তা নিয়ে প্রশ্ন উঠছিল। ধারণা করা হচ্ছে, চাপ সামলাতে তারা একসঙ্গে কিয়েভে সফর করছেন। এ দিকে তিন নেতার ইউক্রেন সফর কিয়েভের জন্য আলাদা গুরুত্ব বহন করছে বলে মনে করা হচ্ছে। তারা এমন সময় ইউক্রেন সফর করছেন, যখন ইউক্রেন দ্রুত ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পেতে চাইছে। এই সফরটির ঠিক আগে কিয়েভ সফর করে গেছেন ইইউ কমিশনের প্রধান উরসুলা ভন ডের লিয়েন। এই তিন নেতার সফরে ইউক্রেনের সদস্যপদ লাভের বিষয়টি গুরুত্ব পাবে।