বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের টিকিট শেষ

- আপডেট : ১১ জুলাই ২০২২, সোমবার
- / 6
পুবের কলম, ওয়েবডেস্ক: অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত হতে চলেছে এবারের টি-২০ বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপে ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে চলেছে ২৩ অক্টোবর। বিশ্বকাপের টিকিট দেওয়া শুরু হয়েছিল বেশ কিছুদিন আগেই, সুচি অনুযায়ী বাকি যে ম্যাচগুলি রয়েছে সেই ম্যাচগুলির টিকিট কেনায় ততটা উৎসুক্য নেই যতটা রয়েছে ভারত পাকিস্তান ম্যাচের টিকিট কেনায়। আসলে বিশ্বকাপের আসরে ভারত ও পাকিস্তান মানেই অন্য একটা আবেগ কাজ করে। অস্ট্রেলিয়া- ইংল্যান্ড অ্যাশেজ সিরিজের মতোই ভারত পাকিস্তান ম্যাচ চিরকালই বেশ কঠিন প্রতিযোগিতামূলক। তার মধ্যে আবার তা যদি হয় বিশ্বকাপের আসরে তাহলে তো কথাই নেই।
তাই এই ম্যাচ দেখতে কেউ মিস করতে চান না। টিকিট পাছে শেষ হয়ে যায় তাই আগেভাগেই ভারত পাক ম্যাচের টিকিট কেটে ফেলেছেন সমর্থকরা। ইতিমধ্যেই ভারত-পাক ম্যাচের সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। মেলবোর্নে এই ম্যাচ দেখার জন্য ৫০ হাজার দর্শকের অনুমতি রয়েছে।
যদিও অস্ট্রেলিয়া সরকার এবং অস্ট্রেলিয় ক্রিকেট বোর্ড চিন্তা করছে দর্শক সংখ্যা বাড়ানো যায় কিনা। কিন্তু আপাতত ৫০ হাজার দর্শক আসনের সবকটি টিকিট বিক্রি হয়ে গেছে। যার ফলে নতুন করে ভারত-পাক ম্যাচ দেখার জন্য কোন টিকিট আর এই মুহূর্তে বিক্রি করতে পারবে না অস্ট্রেলিয় ক্রিকেট বোর্ড। যারা টিকিট কাটবেন ভাবছিলেন তাদের এখন মাথায় হাত। আফশোস করছেন ইস আরেকটু আগে যদি কাটা যেত।