BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট নিম্নমুখী দাম ও ঝড়-বৃষ্টি, ক্ষতির মুখে আলু চাষিরা কীভাবে সম্ভব আমের মুকুল ঝরা রোধ, কৌশল জানালেন কৃষি বিজ্ঞানী সোমবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস সব ভাষাকে সম্মান করে বাংলা: মমতা বাংলাদেশে কীভাবে পালিত হল ভাষা দিবস? বাংলাদেশি রাষ্ট্রদূতের নিয়োগের প্রস্তাব গ্রহণ করেছে ভারত সুন্দরবনে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় টি-ও-টি প্রশিক্ষণ শিবির ছাব্বিশের নির্বাচনের আগে নবান্নে আইপ্যাক কর্তা প্রতীক জৈন জোর অভিযান নিরাপত্তা বাহিনীর, মণিপুর ‘শান্ত’ করতে কি ‘ছত্তিশগড় মডেল’? ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে কলকাতায় এসডিপিআইয়ের মিছিল

এবার আমরেকিায় নষিদ্ধি হচ্ছে জনপ্রয়ি অ্যাপ টিকটক।

রিপোর্টার:
  • শেষ আপডেট: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

ওয়াশিংটন:  এবার আমরেকিায় নষিদ্ধি হচ্ছে জনপ্রয়ি অ্যাপ টিকটক। দশেটরি আইনপ্রণতোরা এদনি অ্যাপটি নষিদ্ধি ঘোষণা করনে। যদিও নিষেধাজ্ঞার রায়ের পক্ষে সুপ্রমি র্কোটের দ্বারস্থ হয়েছিল অ্যাপটির পরিচালনাকারীরা। তবে আদালত র্সবসম্মতক্রিমে নিষিদ্ধের পক্ষেই রায় দিয়েছে। আদালত তার রায়ে জানিয়েছে, ২০২৫ সালরে ১৯ জানুয়ারি থেকে নিষিদ্ধি হবে অ্যাপটি। তবে যদি তারা প্যারন্টে কোম্পানরি সঙ্গে সর্ম্পক ছিন্ন করে তাহলে আমেরিকায় র্কাযক্রম চালানোর সুযোগ পাবে। যেহেতু টিকটক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তাই এটি নিষিদ্ধি করায় বাকস্বাধীনতা ক্ষুণ্ণ হবে না। এদিকে হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, বিদায়ী বাইডনে প্রশাসন টিকটককে রক্ষায় ব্যবস্থা নেবে না।

উল্লেখ্য, গত বছর চিনা সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক দেশটিতে পুরোপুরি নিষিদ্ধি করার জন্য আইন পাশ করেছে আমেরিকা। তার আগে ২০২২ সালের ডিসেম্বরে সরকারি র্কমচারীদের চিনা অ্যাপ টিকটক ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করেছিল আমেরিকার সেনেট। টিকটক বাতিল করার আইন পাশ করে জানানো হয়েছিল জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই ওই পদক্ষেপ। তার পরেই দেশটির সুপ্রিম র্কোটের দ্বারস্থ হয় সংস্থাটি।

 

 

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder