পুবের কলম প্রতিবেদক: দেশজুড়ে নারীর ক্ষমতায়নে বাংলার নারীশক্তি যে অনেকটাই এগিয়ে তা প্রমানিত হয়েছে কেন্দ্র সরকারের পেস করা রিপোর্টেই। বিশেষ করে রাজ্যের ক্ষুদ্র, ছোট শিল্পের পাশাপাশি হস্তশিল্প সামগ্রীর উৎপাদন এবং বিপণেও দেশকে দিশা দেখাচ্ছেন বাংলার নারীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের নারী শক্তির উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতেই আন্তর্জাতিক নারী দিবসে শহরে এক মিছিল করে মহিলা তৃণমূল কংগ্রেস। শনিবার দুপুর তিনটে নাগাদ রবীন্দ্রসদনে জমায়েত করেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এরপর বিকেল চারটা নাগাদ কোনো ধরণের স্লোগান, ভাষণ কিংবা মাইক ছাড়াই মিছিল গিয়ে শেষ হয় ধর্মতলার ডরিনা ক্রসিং-এ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কলকাতার বিভিন্ন প্রান্তের মহিলাদের পাশাপাশি কলকাতা লাগোয়া শহরতলীর মহিলারাও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পোস্টার, হোর্ডিং এবং ব্যানার নিয়ে পদযাত্রায় শামিল হন।
আরও পড়ুন: আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা দ্রৌপদী মুর্মু, মোদি, শাহ এবং রাহুলের
উল্লেখ্য, ৫০তম আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অভিনব এই পদযাত্রায় নারীর অধিকারকে রাজ্যের অধিকার হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে। ২০২৬ সালের নির্বাচনকে মাথায় রেখে এই মিছিলের স্লোগান, পোস্টার এবং থিম রাখা হয়েছে। এবার ৫০ তম নারী দিবস উপলক্ষে ‘নারীদিবস ৫০ বছরে, দিদি বাংলার ঘরে ঘরে’ লেখা প্ল্যাকার্ড, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতার পাশাপাশি রাজ্য সরকারের কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, সবুজসাথী সহ বিভিন্ন প্রকল্পকে তুলে ধরা হয়েছে। এদিনের মিছিলে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ দোলা সেন, সাংসদ মালা রায়, রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, বীরবাহা হ¥াসদা, সমাজসেবী প্রিয়দর্শিনী হাকিম ছাড়াও কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। এদিনের মিছিল থেকে বাংলার কৃষ্টি-সংস্কৃতি ও তুলে ধরার জন্য মিছিলে পা মেলান বাউল,সহ একাধিক লোকসংস্কূতির প্রতিনিধিরাও।