দুষ্কৃতীর দৌরাত্ম্য কমাতে নয়া নিদান নিউ টাউনে, রাত্রি ১১টার পর বন্ধ দোকান! বাজবে না মাইক

- আপডেট : ১৩ নভেম্বর ২০২২, রবিবার
- / 15
পুবের কলম ওয়েব ডেস্ক: দুষ্কৃতী দৌরাত্ম্য কমাতে এবারে কড়া ব্যবস্থা নিল নিউ টাউন থানা। বেশ কয়েকদিন ধরে অভিযোগ আসছিল নিউ টাউন থানায়। গভীর রাত পর্যন্ত দোকান খোলা থাকায় সেখানে হইহুল্লোর এবং গান-বাজনা হয়। এতে বাসিন্দাদের অসুবিধায়ও পড়তে হয়। এ দিন সেই অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত বলে পুলিস সূত্রে খবর।
তবে রাতের অন্ধকারে দুষ্কৃতী দৌরাত্ম্য আটকাতে নিউ টাউন থানার পুলিশের নতুন উদ্যোগ। রাত এগারোটার পর হকাররা খুলে রাখতে পারবেন না দোকান। গ্যাস বাদে ব্যবহার করা যাবে না অন্য কোনও জ্বালানি। দোকানের সামনে করা যাবে না কোনও রকম জটলা, বাজানো যাবে না তারস্বরে কোনও মিউজিক সিস্টেম। নিয়ম না মানলে নেওয়া হবে কড়া পদক্ষেপ। ইদানীং কালে রাতের অন্ধকারে বেড়ে যাচ্ছিল অসামাজিক কার্যকলাপ। তা আটকাতেই নিউ টাউন থানা পুলিশের এই পদক্ষেপ বলে পুলিশ সূত্রে খবর।
বেশ কয়েকটি নিয়মও চালু করেছে আধিকারিকরা। নিউ টাউন থানা এলাকার ডিএলএফ ওয়ান-এর সামনে রয়েছে বহু হোটেল এবং খাবারের দোকান। গ্রাহক থাকে বলেই বেশ রাত পর্যন্ত খোলা থাকে এই দোকানগুলি। সেখানে গভীর রাত পর্যন্ত চলে আড্ডা। বহিরাগতদের রাস্তার উপরে গাড়ি রেখে চলে হুল্লোড়।
তবে রবিবার থেকে সেসবই বন্ধ হল। নিউ টাউন পুলিশের নয়া নিদান অন্তত সেই কথাই বলছে। রবিবার থেকে রাত এগারোটার পর ডিএলএফ ওয়ানের সামনে কোনও দোকান খোলা রাখা যাবে না। সেই কারণে নিউ টাউন থানার পক্ষ থেকে গত শনিবার মাইকিং করা হয়।
এমনকী গ্যাস বাদে অন্য কোনও কিছু দিয়ে রান্না করা যাবে না। কোনও লাউডস্পিকার বাজানো যাবে না। এ ছাড়াও আধ ঘণ্টার বেশি কেউ দাঁড়াতে পারবে না সেখানে। যদি এই নির্দেশ অমান্য করা হয়, তাহলে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে। এমনটাই বলা হয়েছে নিউ টাউন থানার পক্ষ থেকে।