২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অসময়ের বৃষ্টিতে ফসল নষ্ট, টম্যাটোর বাজার দর আকাশঁছোয়া

মিতা রয়
  • আপডেট : ৬ ডিসেম্বর ২০২১, সোমবার
  • / 5

পুবের কলম ডেস্ক  : অতিবৃষ্টির কারণে জোগানে ঘাটতি আর তাই দক্ষিণ ভারতের নানা জায়গায় টম্যাটো বিকোচ্ছে প্রতি কিলোগ্রাম ১৪০ টাকায়। এমনটাই জানাচ্ছে সরকারি তথ্য। দেশের বাজারে সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে চড়ছিল টম্যাটোর বাজার। কিন্তু দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে দ্রুত বৃদ্ধি পেয়েছে এই ফসলের দর। মূলত লাগাতার বৃষ্টির কারণে বাজারে যতটা চাহিদা তত পরিমাণে জোগান দেওয়া যায়নি বলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। দেশের উত্তর টম্যাটো বিকোচ্ছে ৩০-৮৩ টাকা প্রতি কিলোগ্রামে। আবার পশ্চিম ভারতে এর দর ৩০-৮৫ টাকা ও পূর্ব ভারতে ৩৯-৮০ টাকা প্রতি কিলোগ্রাম। উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে এই তথ্য। কয়েক সপ্তাহ ধরে সারা ভারতে টম্যাটোর গড় দাম চলছে ৬০ টাকা। ময়ুবন্দরে টম্যাটোর বাজার দর ১৪০ টাকা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১২৭ টাকা করে বিক্রি হচ্ছে।

 

প্রতি কিলোগ্রাম টম্যাটোর বাজার দর কেরলে ১২৫ টাকা, পলক্কড় ও ওয়েনাড় ১০৫ টাকা, ত্রিশূরে ৯৪ টাকা, কোঝিকোড়ে ৯১ টাকা ও কোট্টায়ামে ৮৩ টাকা, ম্যাঙ্গালোরে ১০০ টাকা, ধারওয়াদে ৭৫ টাকা, মাইশোরে ৭৪ টাকা, শিবমোগায় ৬৭ টাকা, দেবনগরে ৬৪ টাকা, বেঙ্গালুরুতে ৫৭ টাকা এবং মেট্রো শহর যেমন মুম্বইয়ে ৫৫ টাকা, দিল্লিতে ৫৬ টাকা, কোলকাতায় ৭৮ টাকা ও চেন্নাইয়ে ৮৩ টাকা। ২৬ নভেম্বর উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছিল যে, ডিসেম্বরে নতুন ফসল বাজারে এলে টম্যাটোর দাম পড়বে। যদিও দাম কমার কোনও সম্ভাবনা আপাতত লক্ষ করা যাচ্ছে না। অসময়ের বৃষ্টির কারণে পঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা ও হিমাচল প্রদেশে ফসলের প্রচুর ক্ষতি হয়েছে। এর ফলেও এই রাজ্যগুলি থেকে ফসল আসায় দেরি হচ্ছে। কৃষি মন্ত্রকের তথ্য অনুযায়ী, চলতি গ্রীষ্মে টম্যাটো উৎপন্ন হয়েছে ৬৯.৫২ লক্ষ টন, যদিও আগের বছর এর পরিমাণ ছিল ৭০.১২ লক্ষ টন।

Tag :

প্রতিবেদক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অসময়ের বৃষ্টিতে ফসল নষ্ট, টম্যাটোর বাজার দর আকাশঁছোয়া

আপডেট : ৬ ডিসেম্বর ২০২১, সোমবার

পুবের কলম ডেস্ক  : অতিবৃষ্টির কারণে জোগানে ঘাটতি আর তাই দক্ষিণ ভারতের নানা জায়গায় টম্যাটো বিকোচ্ছে প্রতি কিলোগ্রাম ১৪০ টাকায়। এমনটাই জানাচ্ছে সরকারি তথ্য। দেশের বাজারে সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে চড়ছিল টম্যাটোর বাজার। কিন্তু দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে দ্রুত বৃদ্ধি পেয়েছে এই ফসলের দর। মূলত লাগাতার বৃষ্টির কারণে বাজারে যতটা চাহিদা তত পরিমাণে জোগান দেওয়া যায়নি বলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। দেশের উত্তর টম্যাটো বিকোচ্ছে ৩০-৮৩ টাকা প্রতি কিলোগ্রামে। আবার পশ্চিম ভারতে এর দর ৩০-৮৫ টাকা ও পূর্ব ভারতে ৩৯-৮০ টাকা প্রতি কিলোগ্রাম। উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে এই তথ্য। কয়েক সপ্তাহ ধরে সারা ভারতে টম্যাটোর গড় দাম চলছে ৬০ টাকা। ময়ুবন্দরে টম্যাটোর বাজার দর ১৪০ টাকা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১২৭ টাকা করে বিক্রি হচ্ছে।

 

প্রতি কিলোগ্রাম টম্যাটোর বাজার দর কেরলে ১২৫ টাকা, পলক্কড় ও ওয়েনাড় ১০৫ টাকা, ত্রিশূরে ৯৪ টাকা, কোঝিকোড়ে ৯১ টাকা ও কোট্টায়ামে ৮৩ টাকা, ম্যাঙ্গালোরে ১০০ টাকা, ধারওয়াদে ৭৫ টাকা, মাইশোরে ৭৪ টাকা, শিবমোগায় ৬৭ টাকা, দেবনগরে ৬৪ টাকা, বেঙ্গালুরুতে ৫৭ টাকা এবং মেট্রো শহর যেমন মুম্বইয়ে ৫৫ টাকা, দিল্লিতে ৫৬ টাকা, কোলকাতায় ৭৮ টাকা ও চেন্নাইয়ে ৮৩ টাকা। ২৬ নভেম্বর উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছিল যে, ডিসেম্বরে নতুন ফসল বাজারে এলে টম্যাটোর দাম পড়বে। যদিও দাম কমার কোনও সম্ভাবনা আপাতত লক্ষ করা যাচ্ছে না। অসময়ের বৃষ্টির কারণে পঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা ও হিমাচল প্রদেশে ফসলের প্রচুর ক্ষতি হয়েছে। এর ফলেও এই রাজ্যগুলি থেকে ফসল আসায় দেরি হচ্ছে। কৃষি মন্ত্রকের তথ্য অনুযায়ী, চলতি গ্রীষ্মে টম্যাটো উৎপন্ন হয়েছে ৬৯.৫২ লক্ষ টন, যদিও আগের বছর এর পরিমাণ ছিল ৭০.১২ লক্ষ টন।