BREAKING: চাঁদ দেখা গেছে, সউদিতে Eid ul-Fitr রবিবার

- আপডেট : ২৯ মার্চ ২০২৫, শনিবার
- / 257
পুবের কলম, ওয়েব ডেস্ক: সউদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রবিবার (৩০ মার্চ) দেশটিতে পালিত হবে পবিত্র ঈদ (Eid ul-Fitr)। খালিজ টাইমস জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকেই ঈদের নতুন চাঁদ দেখার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছিল দেশটির সুপ্রিম কোর্ট। সেখানে বেসরকারি খাতে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: পবিত্র আল-আকসায় লাইলাতুল কদরের নামাজ দু লক্ষ ফিলিস্তিনির
আজ (শনিবার) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে (বাংলাদেশ সময় ৯টা ১৪ মিনিটে) দেশটির সুপ্রিম কোর্টের এ সংক্রান্ত কমিটির বরাত দিয়ে। এ তথ্য নিশ্চিত করেছে মক্কা ও মদিনার নিয়মিত আপডেট দেওয়া ইনসাইড দ্য হারামাইন ফেসবুক পেজ।এর আগে দেশটির জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল খুদাইরি জানিয়েছিলেন, সুদাইরের চাঁদ দেখা কেন্দ্রে আজ (শনিবার) সূর্যাস্ত ৬টা ১২ মিনিটে। এর ৮ মিনিট পরে চাঁদও অস্ত যাবে। চাঁদ দেখা যাওয়ার সময় কম বা বেশি যাই হোক, আকাশ পরিষ্কার থাকলে তা দেখা সম্ভব।