উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : আবারো বাঘের দর্শন পেল সুন্দরবনে বেড়াতে আসা কয়েকজন পর্যটক।কলকাতা থেকে আসা আট জনেরএকটি পর্যটকের দল তাঁরা সজনেখালি থেকে বৈধ পাস নিয়ে সুবল গায়েনের বোর্ডে এবং বিক্রমাদিত্য মণ্ডলের দক্ষ গাইডে সুন্দরবনের সজনেখালি জঙ্গলে বেড়াতে যাওয়ার পর সেখান থেকে ফেরার পথে বিশাল আকারের একটি রয়েল বেঙ্গল টাইগারকে তাঁরা দেখতে পায়। সাথে সাথে তা ক্যামেরা বন্দী ও করেন তাঁরা। আর এই বিশাল আকারের রয়েল বেঙ্গল টাইগারের ছবি ক্যামেরা বন্দি হওয়ায় যেমন পর্যটক খুশি তেমনি এই পর্যটন ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ী ও গাইডরা ভীষণ খুশি। বিশেষ করে বারে বারে বাঘের দর্শন মেলায় পর্যটকদের ঢল যেমন নেমেছে এবার সুন্দরবনে।তেমনি পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষদের রুজি রোজগার ও বাড়ছে।ফলে সুন্দরবনে অর্থনৈতিক অবস্থা আরো ভালো হচ্ছে বলে মনে করছেন অর্থনৈতিক মহল।