০৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

এরতুগ্রুল-উসমানের সেট দেখতে পারবেন পর্যটকরা

ইমামা খাতুন
  • আপডেট : ৫ জুলাই ২০২৩, বুধবার
  • / 10

 

(হাইলাইটস)  

                                     বোজদাগ ফিল্ম স্টুডিওতে কাই কাবিলার সেট।

পুবের কলম,ওয়েবডেস্ক: তুরস্কের বিখ্যাত ও ব্যাপক জনপ্রিয় টিভি সিরিজ হল দিরিলিস এরতুগ্রুল ও কুরুলস ওসমান। দু’টি সিরিজই সারাবিশ্বে ব্যাপক সাড়া ফেলেছে। এসব সিরিজের শুটিং হয়েছে ইস্তান্বুলের বোজদাগ ফিল্ম স্টুডিওতে। সেখানে বিশাল বিশাল সেট বানিয়ে দীর্ঘ সিরিজের শুটিং য়েছে। এবার সাধারণ দর্শকদের জন্য এসব সেট দেখার সুযোগ করে দিল স্টুডিও কর্তৃপক্ষ। বোজদাগ ফিল্ম স্টুডিও ‘দিরিলিস এরতুগ্রুল,’ ‘কুরুলস ওসমান’ এবং ‘দেস্তান’ এর মতো সফল প্রযোজনা আয়োজন করেছে। এবার স্টুডিওটি দর্শকদের জন্য দরজা খুলে দিল। যত্ন সহকারে তৈরি করা সেটগুলোর মাধ্যমে তুর্কি ইতিহাসের মহিমা অনুভব করার সুযোগ পাচ্ছেন দর্শকরা। বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম ফিল্ম সেট এবং ইউরোপের বৃহত্তম হিসাবে স্বীকৃত বোজদাগ ফিল্ম স্টুডিও। এখানকার সেটগুলো দর্শকদেরকে প্রাচীন তুর্কি ইতিহাসের গভীরতা বোঝায়। উসমানীয় যুগের প্রাথমিক ইতিহাস জানতে পারেন দর্শকরা। স্টুডিওর অন্যতম আকর্ষণীয় সেটের একটি হল- কাই বসতি। এটি এরতুগ্রুলের কাই উপজাতির বাসস্থান এবং তাদের জীবন যাপনের চিত্র নিয়ে তৈরি। এই সেটে গিয়ে দর্শকরা কাই জনগণের মতো পোশাক, ঘোড়ায় চড়া এবং তুর্কি কারুশিল্পের অভিজ্ঞতা নিতে পারেন। এছাড়া অভিনেতাদের সঙ্গেও দেখা করার সুযোগ পেতে পারেন দর্শকরা। বোজদাগ ফিল্ম স্টুডিও তুর্কি ইতিহাস প্রেমীদের এবং তুর্কি সিরিজের অনুরাগীদের জন্য একটি প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। বিশ্বের বহু দেশের পর্যটকরা জড়ো হচ্ছেন সেখানে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এরতুগ্রুল-উসমানের সেট দেখতে পারবেন পর্যটকরা

আপডেট : ৫ জুলাই ২০২৩, বুধবার

 

(হাইলাইটস)  

                                     বোজদাগ ফিল্ম স্টুডিওতে কাই কাবিলার সেট।

পুবের কলম,ওয়েবডেস্ক: তুরস্কের বিখ্যাত ও ব্যাপক জনপ্রিয় টিভি সিরিজ হল দিরিলিস এরতুগ্রুল ও কুরুলস ওসমান। দু’টি সিরিজই সারাবিশ্বে ব্যাপক সাড়া ফেলেছে। এসব সিরিজের শুটিং হয়েছে ইস্তান্বুলের বোজদাগ ফিল্ম স্টুডিওতে। সেখানে বিশাল বিশাল সেট বানিয়ে দীর্ঘ সিরিজের শুটিং য়েছে। এবার সাধারণ দর্শকদের জন্য এসব সেট দেখার সুযোগ করে দিল স্টুডিও কর্তৃপক্ষ। বোজদাগ ফিল্ম স্টুডিও ‘দিরিলিস এরতুগ্রুল,’ ‘কুরুলস ওসমান’ এবং ‘দেস্তান’ এর মতো সফল প্রযোজনা আয়োজন করেছে। এবার স্টুডিওটি দর্শকদের জন্য দরজা খুলে দিল। যত্ন সহকারে তৈরি করা সেটগুলোর মাধ্যমে তুর্কি ইতিহাসের মহিমা অনুভব করার সুযোগ পাচ্ছেন দর্শকরা। বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম ফিল্ম সেট এবং ইউরোপের বৃহত্তম হিসাবে স্বীকৃত বোজদাগ ফিল্ম স্টুডিও। এখানকার সেটগুলো দর্শকদেরকে প্রাচীন তুর্কি ইতিহাসের গভীরতা বোঝায়। উসমানীয় যুগের প্রাথমিক ইতিহাস জানতে পারেন দর্শকরা। স্টুডিওর অন্যতম আকর্ষণীয় সেটের একটি হল- কাই বসতি। এটি এরতুগ্রুলের কাই উপজাতির বাসস্থান এবং তাদের জীবন যাপনের চিত্র নিয়ে তৈরি। এই সেটে গিয়ে দর্শকরা কাই জনগণের মতো পোশাক, ঘোড়ায় চড়া এবং তুর্কি কারুশিল্পের অভিজ্ঞতা নিতে পারেন। এছাড়া অভিনেতাদের সঙ্গেও দেখা করার সুযোগ পেতে পারেন দর্শকরা। বোজদাগ ফিল্ম স্টুডিও তুর্কি ইতিহাস প্রেমীদের এবং তুর্কি সিরিজের অনুরাগীদের জন্য একটি প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। বিশ্বের বহু দেশের পর্যটকরা জড়ো হচ্ছেন সেখানে।