০৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রক্ষণাবেক্ষণের কাজে শিয়ালদহ ডানকুনি শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন

ইমামা খাতুন
  • আপডেট : ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার
  • / 22

পুবের কলম প্রতিবেদকঃ রক্ষণাবেক্ষণের কাজে শনিবার শিয়ালদহ ডানকুনি শাখায় ৭ ঘণ্টা ধরে বন্ধ থাকবে ট্রেন চলাচল। রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১১টা ৪০ মিনিট থেকে কাজ শুরু হবে। চলবে রবিবার সকাল ৬টা ৪০ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে শনিবার রাতে একটি করে আপ ও ডাউন শিয়ালদা-ডানকুনি লোকাল বাতিল থাকবে। রবিবার আটটি আপ ও ডাউন ডানকুনি লোকাল বাতিল থাকবে। এছাড়াও, ওইদিন বাতিল থাকবে শিয়ালদা-বনগাঁ আপ ও ডাউন লোকাল এবং শিয়ালদা-হাবরা আপ ও ডাউন লোকাল।

পশাপাশি  দূরপাল্লার ট্রেনগুলির মধ্যে বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস শনিবার ব্যান্ডেল-নৈহাটি-দমদম জংশন হয়ে চলাচল করবে। ডানকুনির বদলে ট্রেনটি দমদম ও বেলঘরিয়ায় থামবে। একইভাবে হলদিবাড়ি-শিয়ালদা দার্জিলিং মেল শনিবার ব্যান্ডেল-নৈহাটি-দমদম জংশন হয়ে যাতায়াত করবে। ডানকুনির বদলে ট্রেনটি দমদমে থামবে। অন্যদিকে, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস শনিবার একই রুটে শিয়ালদহ পৌঁছবে। এর পাশাপাশি রবিবার পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস সময়সূচী পরিবর্তন করা হয়েছে। ট্রেনটি শনিবার রাত ৭টা২৫ মিনিটে পুরী থেকে ছাড়ার কথা। তবে তার বদলে ট্রেনটি রাত ১০টা ২৫ মিনিটে রওনা দেবে। উল্লেখ্য, শিয়ালদহ-ডানকুনি শাখার দমদম লাগোয়া অংশে রক্ষণাবেক্ষণের কাজ করা হবে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রক্ষণাবেক্ষণের কাজে শিয়ালদহ ডানকুনি শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন

আপডেট : ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার

পুবের কলম প্রতিবেদকঃ রক্ষণাবেক্ষণের কাজে শনিবার শিয়ালদহ ডানকুনি শাখায় ৭ ঘণ্টা ধরে বন্ধ থাকবে ট্রেন চলাচল। রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১১টা ৪০ মিনিট থেকে কাজ শুরু হবে। চলবে রবিবার সকাল ৬টা ৪০ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে শনিবার রাতে একটি করে আপ ও ডাউন শিয়ালদা-ডানকুনি লোকাল বাতিল থাকবে। রবিবার আটটি আপ ও ডাউন ডানকুনি লোকাল বাতিল থাকবে। এছাড়াও, ওইদিন বাতিল থাকবে শিয়ালদা-বনগাঁ আপ ও ডাউন লোকাল এবং শিয়ালদা-হাবরা আপ ও ডাউন লোকাল।

পশাপাশি  দূরপাল্লার ট্রেনগুলির মধ্যে বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস শনিবার ব্যান্ডেল-নৈহাটি-দমদম জংশন হয়ে চলাচল করবে। ডানকুনির বদলে ট্রেনটি দমদম ও বেলঘরিয়ায় থামবে। একইভাবে হলদিবাড়ি-শিয়ালদা দার্জিলিং মেল শনিবার ব্যান্ডেল-নৈহাটি-দমদম জংশন হয়ে যাতায়াত করবে। ডানকুনির বদলে ট্রেনটি দমদমে থামবে। অন্যদিকে, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস শনিবার একই রুটে শিয়ালদহ পৌঁছবে। এর পাশাপাশি রবিবার পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস সময়সূচী পরিবর্তন করা হয়েছে। ট্রেনটি শনিবার রাত ৭টা২৫ মিনিটে পুরী থেকে ছাড়ার কথা। তবে তার বদলে ট্রেনটি রাত ১০টা ২৫ মিনিটে রওনা দেবে। উল্লেখ্য, শিয়ালদহ-ডানকুনি শাখার দমদম লাগোয়া অংশে রক্ষণাবেক্ষণের কাজ করা হবে।