বালেশ্বর লাইনে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল, পার হল হাওড়া-পুরী বন্দে ভারত

- আপডেট : ৫ জুন ২০২৩, সোমবার
- / 10
পুবের কলম,ওয়েবডেস্ক: কথা ছিল, বুধবার থেকে বালেশ্বরের রেল লাইনে স্বাভাবিক হবে রেল চলাচল। তার একদিন আগেই সেই রেললাইনে যাত্রীবাহী রেলের চাকা গড়াল। দুর্ঘটনার তিনদিন পর আপ ও ডাউন লাইনে সোমবার সকালে একের পর এক যাত্রীবাহী রেল চলল বালেশ্বরের সেই ঘটনাস্থলের উপর দিয়ে। ঘণ্টায় ১০ কিমি বেগে চলছে ট্রেন।
রেল সূত্রে খবর, সকালে বালেশ্বরের উপর দিয়ে পুরী-শালিমার জগন্নাথ এক্সপ্রেস, পুরুষোত্তম এক্সপ্রেস, হাওড়া-পুরী বন্দে-ভারত এক্সপ্রেস ধীর গতিতে যায়। গতকাল রাতেই আপ ও ডাউন লাইন মেরামতের কাজ শেষ হয়। একাধিক মালগাড়ির চলে। এর কয়েক ঘণ্টার মধ্যেই যাত্রীবাহী রেল চলাচল শুরু হল।
গত শুক্রবার সন্ধেয় বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর এক্সপ্রেস ও মালগাড়ির সংঘর্ষের ঘটনায় ২৯৫ জনের মৃত্যু হয়। আহত হন হাজারের বেশি মানুষ। এখনও পর্যন্ত ১৬০টি অশনাক্ত মৃতদেহ ভুবনেশ্বরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সংরক্ষিত রয়েছে। পরিবারের তরফে শনাক্ত না করলে, আর কয়েক ঘণ্টার মধ্যে সেগুলো সৎকার করবে রাজ্য সরকার।
#WATCH | Howrah – Puri Vande Bharat Express crosses from Odisha’s Balasore where the deadly #TrainAccident took place on June 2.
Indian Railways resumed train movement on the affected tracks within 51 hours of the accident. pic.twitter.com/myosAUgC4H
— ANI (@ANI) June 5, 2023