শুক্রবার ট্রায়াল রান হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের

- আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার
- / 15
পুবের কলম,ওয়েবডেস্ক: পূর্ব ঘোষণা অনুযায়ী বাঙালির অন্যতম প্রিয় পর্যটন স্থল তথা তীর্থক্ষেত্র পুরী যাওয়া যাবে বন্দেভারত এক্সপ্রেসে। কলকাতা থেকে পুরী পৌঁছে যাওয়া যাবে মাত্র সাড়ে ৫ ঘণ্টায়। ২৮ এপ্রিল অর্থাৎ আগামিকাল শুক্রবারই হবে প্রথম ট্রায়াল রান। মোট তিনবার ট্রায়াল রান হবে বলে জানা গিয়েছে। সব ঠিক থাকলে মে মাস থেকেই এই ট্রেনে চেপে পুরী যাওয়া যাবে তুলনামূলকভাবে অনেক কম সময়ে।
রেল সূত্রে খবর, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস এবং ওড়িশার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া-পুরী রুটে চালু হচ্ছে। যে রুটে বছরের কোনও সময় যাত্রীর অভাব হয় না। কয়েকদিনের ছুটি পেলেই পুরীতে ঘুরে আসেন পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ। বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়ে গেলে আরও কম সময় পুরী ঘুরতে আসতে পারবেন তাঁরা।