৮ এপ্রিল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক, নজরে হুইপ অমান্যকারী বিধায়করা

- আপডেট : ২ এপ্রিল ২০২৫, বুধবার
- / 25
পুবের কলম, ওয়েবডেস্ক: বাজেট অধিবেশনের শেষ দু’দিন দলীয় হুইপ জারি করা হয়েছিল। তবু বেশ কিছু বিধায়ক অধিবেশনে গরহাজির ছিলেন। এবার তাঁদের বিষয়েই সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটি। ৮ এপ্রিল দুপুর ২টোয় বিধানসভায় এই বৈঠক ডাকা হয়েছে।কমিটির চেয়ারম্যান তথা রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বৈঠকে সভাপতিত্ব করবেন। কমিটির বাকি সদস্যরা—ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্য সচেতক নির্মল ঘোষ—সেইদিন সকলেই উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে খবর।
আরও পড়ুন: ‘গ্যাস আর বাজি একসঙ্গে?’— পাথরপ্রতিমার ট্র্যাজেডিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
এই বৈঠকের দিনই বিকেলে নবান্নে মন্ত্রিসভার বৈঠক রয়েছে। ফলে শৃঙ্খলা কমিটির অন্তর্ভুক্ত মন্ত্রীরা প্রথমে বিধানসভায় এবং সেখান থেকে সোজা মন্ত্রিসভার বৈঠকে যাবেন।শৃঙ্খলা রক্ষা কমিটির আলোচনার কেন্দ্রে থাকবেন সেই সব বিধায়ক, যারা ১৯ ও ২০ মার্চ বিধানসভায় উপস্থিত ছিলেন না। ওই দু’দিনের জন্য তৃণমূল পরিষদীয় দল থেকে স্পষ্ট হুইপ জারি করা হয়েছিল। প্রথম দিন মুখ্যমন্ত্রী নিজে অধিবেশনে উপস্থিত থাকায় অনেকে এলেও, অন্তত ১০ জন বিধায়ক সেদিন গরহাজির ছিলেন। শেষ দিনে সেই সংখ্যা ৩০ ছাড়িয়েছে বলে দলের অন্দরের খবর।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন দেশে ফিরেছেন। তাঁর বিদেশ সফরের সময় বিষয়টি স্থগিত থাকলেও, তিনি ফেরার পরই এই প্রক্রিয়া এগোচ্ছে। ইতিমধ্যেই স্পিকারের দফতর থেকে জানা গেছে কারা আগে থেকে ছুটির আবেদন করেছিলেন। এই তালিকা হাতে আসার পর, দলের তরফে ঠিক করা হবে কাদের ব্যক্তিগতভাবে ডেকে ব্যাখ্যা চাওয়া হবে। পর্যবেক্ষকদের মতে, এই বৈঠক শুধু গরহাজির বিধায়কদের জবাবদিহির বিষয় নয়—দলের শৃঙ্খলার প্রশ্নেও বার্তা দেওয়ার জায়গা। হুইপ উপেক্ষা করে কেউ অনুপস্থিত থাকলে, তা ভবিষ্যতে দলের ভিতরে কী বার্তা ছড়ায়—সেটা নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করছে দলীয় সূত্র।