১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আম্বেদকরের জন্মদিনে শ্রদ্ধা তৃণমূলের, ন্যায় ও সাম্যের বার্তা অভিষেকের

চামেলি দাস
  • আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, সোমবার
  • / 18

পুবের কলম প্রতিবেদক: ভারতের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের ১৩৫ তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোস্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।  সোমবার তৃণমূলের পক্ষ থেকেও সোস্যাল মিডিয়া লেখা হয়েছে, আসুন আমরা তাঁর আদর্শ ও কর্মের প্রতি সম্মান জানাই। তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক, আইনবিদ এবং সংবিধান প্রণেতা, যিনি ভারতীয় সমাজে ন্যায়বিচার ও সাম্যের জন্য লড়াই করেছেন। আমরা তাঁর দেখানো পথে হেঁটে একটি উন্নত সমাজ গড়তে কাজ করি।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবাসাহের আম্বেদকর প্রসঙ্গে সোস্যাল মিডিয়ায় লিখেছেন, তিনি এমন সমাজ গড়ার লক্ষ্যে তাঁর জীবন নিয়োজিত করেছিলেন, যেখানে ন্যায়বিচার ও সাম্য বিরাজ করবে। তাঁর জীবন ও আদর্শ আমাদের অনুপ্রাণিত করে চলেছে আজও।

এদিন আম্বেদকরের জন্মদিনে তাঁর প্রতি পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন তৃণমূলের নেতা- মন্ত্রীরা। এঁদের মধ্যে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, নির্মল মাজি, তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার।

বিজেপির রাজনৈতিক প্ররোচনা প্রসঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন বিরোধী দল রাজনৈতিকভাবে দেউলিয়া। হিন্দুত্বের কার্ড খেলে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা কছে। দ্রব্যমূল্য, নিত্য ব্যবহার্য ওষুধের দাম বেড়ে গিয়েছে। উন্নয়নের বার্তা দিতে ব্যর্থ হয়ে চক্রান্ত করছে।

আম্বেদকরের জয়ন্তীতে দেশের সংবিধানের বর্তমান বিপন্ন পরিস্থিতি তুলে ধরেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি স্পষ্ট দাবি করেন, দেশের গণতন্ত্র আজ বিপন্ন, সংবিধান বিপন্ন। সাম্পদায়িক রাজনীতির মধ্যে দিয়ে দেশকে ভাগ করতে কেন্দ্রের বিজেপি সরকার। যত ঘটনা রাজ্যে ঘটছে তার মূল্যে বিজেপি। বহিরাগতদের  রাজ্যে এনে বাংলাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে।

এদিন রাজভবনের মিডিয়া সেলের পক্ষ থেকেও সোস্যাল মিডিয়ায় বার্তা দেওয়া হয়, ভারতের অন্যতম শ্রেষ্ঠ সন্তান ড. ভীমরাও রামজি আম্বদেকরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজ্যপাল।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আম্বেদকরের জন্মদিনে শ্রদ্ধা তৃণমূলের, ন্যায় ও সাম্যের বার্তা অভিষেকের

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, সোমবার

পুবের কলম প্রতিবেদক: ভারতের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের ১৩৫ তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোস্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।  সোমবার তৃণমূলের পক্ষ থেকেও সোস্যাল মিডিয়া লেখা হয়েছে, আসুন আমরা তাঁর আদর্শ ও কর্মের প্রতি সম্মান জানাই। তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক, আইনবিদ এবং সংবিধান প্রণেতা, যিনি ভারতীয় সমাজে ন্যায়বিচার ও সাম্যের জন্য লড়াই করেছেন। আমরা তাঁর দেখানো পথে হেঁটে একটি উন্নত সমাজ গড়তে কাজ করি।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবাসাহের আম্বেদকর প্রসঙ্গে সোস্যাল মিডিয়ায় লিখেছেন, তিনি এমন সমাজ গড়ার লক্ষ্যে তাঁর জীবন নিয়োজিত করেছিলেন, যেখানে ন্যায়বিচার ও সাম্য বিরাজ করবে। তাঁর জীবন ও আদর্শ আমাদের অনুপ্রাণিত করে চলেছে আজও।

এদিন আম্বেদকরের জন্মদিনে তাঁর প্রতি পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন তৃণমূলের নেতা- মন্ত্রীরা। এঁদের মধ্যে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, নির্মল মাজি, তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার।

বিজেপির রাজনৈতিক প্ররোচনা প্রসঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন বিরোধী দল রাজনৈতিকভাবে দেউলিয়া। হিন্দুত্বের কার্ড খেলে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা কছে। দ্রব্যমূল্য, নিত্য ব্যবহার্য ওষুধের দাম বেড়ে গিয়েছে। উন্নয়নের বার্তা দিতে ব্যর্থ হয়ে চক্রান্ত করছে।

আম্বেদকরের জয়ন্তীতে দেশের সংবিধানের বর্তমান বিপন্ন পরিস্থিতি তুলে ধরেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি স্পষ্ট দাবি করেন, দেশের গণতন্ত্র আজ বিপন্ন, সংবিধান বিপন্ন। সাম্পদায়িক রাজনীতির মধ্যে দিয়ে দেশকে ভাগ করতে কেন্দ্রের বিজেপি সরকার। যত ঘটনা রাজ্যে ঘটছে তার মূল্যে বিজেপি। বহিরাগতদের  রাজ্যে এনে বাংলাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে।

এদিন রাজভবনের মিডিয়া সেলের পক্ষ থেকেও সোস্যাল মিডিয়ায় বার্তা দেওয়া হয়, ভারতের অন্যতম শ্রেষ্ঠ সন্তান ড. ভীমরাও রামজি আম্বদেকরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজ্যপাল।