উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : সামনে বিধানসভার নির্বাচন। আর তার আগে জেলা জুড়ে সমবায় নির্বাচনে সবুজ ঝড় বইছে। এবার ঘাসফুল ফুটল দক্ষিণ ২৪ পরগনার কুলতলির ভুবনখালির সমবায় ভোটে। টানা ৩০ বছর পর নিরঙ্কুশ জয় পেল রাজ্যের শাসক শিবির।কুলতলির চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের ভুবনখালি সমবায় সমিতিতে মোট ৯টি আসন। প্রতিটি আসনে মনোনয়ন জমা দিয়েছিল শাসক শিবির।তবে বিরোধীরা এখানে কেউ মনোনয়নপত্র জমা দেননি। যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে ঘাসফুল শিবির।আর এই বিপুল জয়ে স্বাভাবিকভাবে খুশি তৃণমূল।সবুজ আবির খেলায় মেতে ওঠেন কর্মী-সমর্থকরা।
চুপড়িঝাড়া পঞ্চায়েত প্রধান প্রতিনিধি পবন ভূঁইয়া বলেন, এখন রাজ্যে বিরোধী বলে আর কেউ নেই। আগামী বছরের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভই এখন আমাদের মূল লক্ষ্য।তিনি সোমবার এও বলেন, এই সমবায় দীর্ঘদিন বামেদের দখলে ছিল। এতদিন ধরে ওরা দুর্নীতি করে জিতেছে। এখন ওদের নির্বাচনে লড়াই করার সাহস ও নেই।তাই তো উন্নয়নের জন্য তৃনমুল কংগ্রেসের প্রতিনিধিরা এই জয় পেল।তবে এই বিষয়ে বামেদের তরফে কোন ও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।