পুবের কলম প্রতিবেদক: সদ্য দিল্লিতে বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে ইন্ডিয়া জোটের জোট আম আদমি পার্টির। আর সেই ফল প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্যের বিশেষভাবে উদ্বুদ্ধ প্রধান বিরোধী দল বিজেপি। কারণ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। বিজেপি এ রাজ্যে আপের পরাজয়কে সামনে রেখে পালাবদলের প্রয়াস চালাচ্ছে। কিন্তু বিজেপির সেই স্বপ্ন সফল হবে না।
সোমবার রাজ্য বিধানসভায় বিধায়কদের নিয়ে বৈঠকে স্পষ্টভাষায় সে কথা জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই নিয়ে কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তিনি দেননি। কিন্তু বিভিন্ন সূত্র মারফত পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে তিনি স্পষ্ট ভাষায় বলছেন। ২০২৬-এ রাজ্যের বিধানসভা নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্য ফিরবে তৃণমূল।
এদিন দিল্লিতে ইন্ডিয়া গেটের অরাডুবির জন্য জোটসঙ্গীতের বোঝাপড়ার অভাবকেই দায়ী করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। দিল্লি এবং হরিয়ানাতে পরস্পরকে সাহায্য করার বদলে যেভাবে কংগ্রেস এবং আপ একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে তাতে ভোট বাক্সে ক্ষতিগ্রস্ত হয়েছে উভয়ই মত মুখ্যমন্ত্রীর। এদিন কি বলেছেন তিনি, সূত্র মারফত যতটুকু জানা যাচ্ছে তাতে তিনি বলেছেন,দিল্লিতে কংগ্রেস আপকে সাহায্য করেনি।
আবার হরিয়ানাতে আপ কংগ্রেসকে সাহায্য করেনি। যার জন্য দুই জায়গায় বিজেপি জিতে গিয়েছে। মুখ্যমন্ত্রী মনে করছেন, এই দুই দল একসঙ্গে থাকলে ভোটের ফল অন্যরকম হতে পারত। মুখ্যমন্ত্রী এদিন মনে করিয়ে দিয়েছেন, একে অপরের সঙ্গে বোঝাপড়া করে থাকতে হবে সব দলকে। তা না হলে, জাতীয় স্তরে ইন্ডিয়া জোটের পক্ষে বিজেপিকে রোখা কঠিন হবে।
READ MORE: যোগী রাজ্যে হিন্দুত্ববাদীদের হেনস্থার শিকার হিজাব পরিহিতা মুসলিম মহিলারা
এরপরই পশ্চিমবঙ্গের প্রসঙ্গ তুলে আনেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন রাজ্যের তৃণমূল কংগ্রেস কারোর উপর নির্ভরশীল নয়। তিনি বলেন, বাংলায় কংগ্রেসের কিছু নেই। একাই লড়ব। আমরা একাই যথেষ্ট। মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় আমাদের কারো প্রয়োজন নেই।
বাংলায় আমরা ২৬-এ দুই-তৃতীয়াংশ সংরক্ষা গরিষ্ঠতা নিয়ে ফেরত আসব। এদিন এই বৈঠক থেকে দলীয় বিধায়কদের ২৬ এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দলীয় বিধায়কদের বিজেপির বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ গড়ে তুলতে আরো সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন, শৃংখলার প্রশ্নে দল জিরো টলারেন্স নিয়েই চলছে। ২৬ এর বিধানসভা নির্বাচন দোড় গড়ায় কড়া নাড়ছে। ১২-১৪ মাস সময় হাতে রয়েছে মাত্র। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন দল সংগঠিতভাবে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত হোক। নির্বাচনের আগে তৃণমূলকে আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত রূপেই দেখতে চাইছেন মুখ্যমন্ত্রী।
‘দোস্ত ট্রাম্পের সঙ্গে মুলাকাত করতে উন্মুখ রয়েছি’ মন্তব্য মোদির