পুবের কলম, ওয়েব ডেস্কঃ আগামী ২০২৬ সালে রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের এখনও ঢের সময় বাকি। কিন্তু এখন থেকেই তৃণমূল কংগ্রেস কোমর বেঁধে প্রচার শুরু করছে। চতুর্থ বারের জন্য রাজ্যের কুর্সিতে ফের বসবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য সারা রাজ্যের মহিলাদের ভোট একত্রিত করতে এবার প্রচার এবং প্রসারের নামতে চলেছে মহিলা তৃণমূল কংগ্রেস। রাজ্য, জেলা, ব্লক এমনকী পঞ্চায়েত তারপর বুথ স্তরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্ম নিয়ে মানুষের মানুষের দরজায় যাবে তৃণমূল কর্মীরা।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মহিলা ভোটকে সামনে রেখে রূপরেখা আঁকতে চাইছে তৃণমূল। ২৬ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত হবে ‘দীক্ষা’ কর্মসূচি। ব্লক থেকে শহর প্রায় ৫০০ কর্মিসভা করা হবে। ২৭ জানুয়ারি থেকে ২৭ ফ্রেব্রুয়ারি পর্যন্ত হবে ‘আলাপচারিতা’ কর্মসূচি। ৪ জানুয়ারি রাজ্যজুড়ে হবে মিছিল বলেই তৃণমূল সূত্রে খবর। তৃণমূল সূত্রে খবর, রাজ্যে মহিলাদের কথা ভেবে একাধিক প্রকল্প এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও মহিলাদের চলার পথে রাস্তাকে আরও মসৃণ করার কথা ভেবেছেন মুখ্যমন্ত্রী। সেই জায়গায় মহিলা হিসেবে কীভাবে মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি, তা উঠে আসবে প্রচারে।
রাজনৈতিক মহলের একাংশের মতে ২০১১ সালে ৩৪ বছরের বাম রাজত্বকে পরাস্ত করে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন তা মোটেও সহজ ছিল না। এই লড়াইয়ের পথ ছিল কঠিন। বাম আমল থেকে সিঙ্গুর, নন্দীগ্রাম-সহ একাধিক গণ আন্দোলন। সরকার গঠনের পরেও বিভিন্ন সামাজিক কর্মসূচি নেওয়া হয়েছে, তার সঙ্গে বাস্তবের যোগসূত্র দেখা হয়েছে। সেটাও দীর্ঘদিন ধরে আন্দোলন করে, মানুষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রেখে। এর মিলিত প্রয়াসে একের পর এক নির্বাচনে তৃণমূল কংগ্রেস সাফল্য পেয়েছে। ফলে সমাজের প্রতিটা শ্রেণির সঙ্গে যে যোগাযোগ তৈরি করা, সেটাকেই প্রচারের আলোয় সকলের সামনে নিয়ে যেতে চায় তৃণমূল কংগ্রেস।