পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা হাড়োয়া বইমেলায় অনুষ্ঠানে এসে বুধবার রাজ্যসভার সাংসদ মমতা বাংলা ঠাকুর প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এর জামিন প্রসঙ্গে বললেন, এটা তৃণমূলের নৈতিক জয়। বলাবাহুল্য, রেশন দুর্নীতি মামলায় দীর্ঘ ১৪ মাস জেলে থাকার পর ৫০ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে আজ জামিন পেলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর বলেন,ইডি সিবিআই তাকে আটকে রেখেছিল । আজ জামিন হল। এটা আমাদের তৃণমূল কংগ্রেসের নৈতিক জয়। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় বারবার আমরা সংসদে আলোচনা করেছি। ওখানকার মতুয়া সম্প্রদায়, অন্যান্য জাতি ও সংখ্যালঘু তাদের সকলের দেশ। তারা নিরাপদ থাকুক। ভারত সরকারের উচিত এ বিষয়ে কিছু বলার। কেন এখনো পর্যন্ত কেন্দ্র সেই ভাবে কোন মন্তব্য করতে চাইছে না।