রাজ্যসভায় তৃণমূলের নতুন মুখ সামিরুল! কে এই প্রার্থী
ইমামা খাতুন
- আপডেট :
১০ জুলাই ২০২৩, সোমবার
- / 9
পুবের কলম,ওয়েবডেস্ক: রাজ্যসভা নির্বাচনে ৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। বাকি ৫ টি নাম পরিচিত হলেও অচেনা মুখ সামিরুল ইসলাম। কে এই নতুন মুখ, শুরু হয়েছে জোর জল্পনা। জানা গিয়েছে, সামিরুল একেবারে ‘অরাজনৈতিক’ মুখ। তৃণমূল বা অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন তিনি।
সামিরুল পেশায় রসায়নের অধ্যাপক। এবং একজন সংগঠক। তাঁর মূল কাজ অনগ্রসর শ্রেণিকে সংগঠিত করা। কোভিডের সময় পরিযায়ী শ্রমিকদের সাহায্য করার জন্য একাধিক উদ্যোগ নিয়েছিল তাঁর সংগঠন।
বীরভূমের রামপুরহাটের ছেলে সামিরুল। কলকাতায় পড়াশোনা করেছেন। একইসঙ্গে বিভিন্ন সময়ে নানা আন্দোলনে পথে নেমেছেন তিনি। তার সংগঠন নানা ইস্যুতে বিভিন্ন সময় সরব হয়েছে। তা উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে স্কুল পড়ুয়াকে ধর্ষণের ঘটনা হোক কিংবা রাজনৈতিক হিংসা বন্ধের দাবি হোক। এরকম একজনকে এবার রাজ্যসভায় পাঠাতে চলেছে তৃণমূল।
পঞ্চায়েত ভোট পর্বেই রাজ্যসভার ভোট নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল বিধানসভায়। বিধানসভার জয়েন্ট সেক্রেটারি স্বস্তি আচার্য রাজ্যসভা নির্বাচনের রিটার্নিং অফিসার। ১৩ জুলাই বাংলায় খালি হওয়া সাত রাজ্যসভা আসনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১৪ জুলাই মনোননয়ন প্রত্যাহারের শেষ দিন। শাসকদল প্রার্থী তালিকা ঘোষণা করলেও প্রধান বিরোধী দল হিসেবে এখনও বিজেপি এখনও তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি একটি আসনে কাকে প্রার্থী হিসেবে বেছে নেয়, সেটাই এখন দেখার।