হ্যাক হল তৃণমূলের ভেরিফায়েড ট্যুইটার অ্যাকাউন্ট, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ শান্তনু –ডেরেকের
- আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার
- / 5
পুবের কলম প্রতিবেদক: তৃণমূল কংগ্রেসের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক প্রসঙ্গে সরব হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, “যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনীতিতে পেরে উঠছে না, তারা এই ধরণের চক্রান্ত করছে। দুরভিসন্ধি করছে। আমরা দ্রুত এর তদন্ত চেয়েছি। সাইবার ক্রাইম বিভাগকেও এই নিয়ে অ্যালার্ট করা হয়েছে।”
ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক ইস্যুতে সরব হয়েছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়ানও। ট্যুইট করে ডেরেক জানিয়েছেন “তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে সাইবার অ্যাটাক হয়েছে। আমার টুইটারের সঙ্গে যোগাযোগ করেছি। অ্যাকাউন্ট পুনরুদ্ধার করার চেষ্টা চলছে। টুইটারের তরফে দ্রুত তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।”
সোমবার রাতেই হ্যাক হয়ে যায় তৃণমূলের এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায়। বদলে যায় অ্যাকাউন্টের নাম এবং ছবিও। পেজের নাম বদলে হয়ে যায় যুগ ল্যাবস। ছবিটি বদলে হয়েছে ইংরেজি অক্ষর ‘ওয়াই’ ও ‘এল’ সম্বলিত একটি লোগো। জানা গিয়েছে, দ্রুত অ্যাকাউন্টটি ‘রিকভার’ করার চেষ্টা চলছে।
উল্লেখ্য এটি তৃণমূলের ভেরিফায়েড অ্যাকাউন্ট। এতে রয়েছে ব্লুটিক। ট্যুইটারে তৃণমূল ফলো করে ৬০ জনকে। এদিকে এই পেজের ফলোয়ার সংখ্যা ৬ লাখ ৪৯ হাজার।
দলীয় সূত্রে জানা যাচ্ছে সোমবার রাত দেড়টা থেকেই এই বিপত্তির শুরু । অ্যাকাউন্টটি রিকভার করতে ট্যুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
যাদের লোগো এবং ছবি তৃণমূলের এই ভেরিফায়েড অ্যাকাউন্টে দেখা যাচ্ছে সেটি আসলে একটি মার্কিন সংস্থা। যারা মূলত ক্রিপ্টোকারেন্সি লেনদেন করে থাকে।
এর আগেও অবশ্য গোটা দুনিয়া জুড়ে বহু খ্যাতনামা ব্যক্তির ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। তবে কোন আপত্তিকর ছবি বা ট্যুইট করা হয়নি। উল্লেখ্য গত বছরের ২২ এপ্রিল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ট্যুইটার অ্যাকাউন্টও হ্যাক করা হয়।