অশান্ত মণিপুর! ফের বাড়ানো হল ইন্টারনেট বন্ধ রাখার মেয়াদ
ইমামা খাতুন
- আপডেট :
১২ জুন ২০২৩, সোমবার
- / 9
পুবের কলম,ওয়েবডেস্ক: এপ্রিলের শেষ থেকেই ধিক ধিক করে জ্বলছিল আগুন। মে মাসের শুরুতেই তা ছড়িয়ে পড়েছিল মণিপুর জুড়ে। সেই হিংসার আগুন এখনও নেভেনি। এখনও বেশ কয়েক জায়গায় নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। একাধিক জায়গায় মোতায়েন হয়েছে সেনা বাহিনী। চলছে কড়া নজরদারি। এই পরিস্থিতিতে শনিবার আরও এক দফায় নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করার কথা ঘোষণা করেছে মণিপুর সরকার। বর্তমান পরিস্থিতির কথা ঠাহর করে এই সিদ্ধান্ত বলেই জানিয়েছেন তিনি।
এদিন তিনি আরও বলেছেন, আগামী ১৫ জুন বিকেল ৩টে পর্যন্ত রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। তার পরেই এদিন আবার নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হল।
রাজ্যের হাই কোর্ট মেইতেইদের তপসিলি জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দিয়েছিল মণিপুর হাইকোর্ট। এর পরেই কুকি, জো-সহ কয়েকটি তপসিলি জনজাতি সংগঠন তার বিরোধিতায় পথে নামে। আদি বাসিন্দা মেইতেই জনগোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে কুকি, জো-সহ কয়েকটি তপসিলি জনজাতি সম্প্রদায়। জনজাতি ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’ (এটিএসইউএম)-এর কর্মসূচি ঘিরে অশান্তি চরম আকার নেয়।
এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে রাজের বিভিন্ন জনজাতি এলাকায়। এই হিংসায় এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে শতাধিক লোকের। আহত হয়েছেন ৩০০-র বেশি মানুষ। বহু মানুষ হিংসার কারণে ঘরছাড়া। সরকারি হিসাবে সংখ্যাটা ৫০৬৯৮। ঘরছাড়া মণিপুরবাসীদের জন্য সরকার মোট ৩৪৯টি ত্রাণ শিবির করা হয়েছে। আর এই অগ্নিগর্ভ পরিস্থিতির মোকাবিলায় মণিপুরে গত ৩ মে থেকে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট। এই সময়সীমা বাড়ানো হয়েছে ১৫ জুন পর্যন্ত।