পুবের কলম, ওয়েবডেস্ক: আদালতের আদেশ অগ্রাহ্য করে ভেনেজুয়েলান অপরাধচক্রের অভিযুক্ত সদস্যদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউজের নজিরবিহীন এক বিবৃতিতে দাবি করা হয়, প্রেসিডেন্টের কাজে বাধা দেওয়ার অধিকার বিচার বিভাগের নেই। ফেডারেল আদালতের সাময়িক স্থগিতাদেশের পরও দুই শতাধিক ভেনেজুয়েলানকে নিয়ে এল সালভাদরে পাঠাল মার্কিন যুক্তরাষ্ট্র।
যুদ্ধকালীন আইন ব্যবহার করেই তাদেরকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দিল প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়াভিট বলেছেন, মার্কিন ভূখণ্ড থেকে বহিষ্কৃত বিদেশি সন্ত্রাসী বহনকারী উড়োজাহাজের গতিবিধি নিয়ন্ত্রণ করার কোনও অধিকার একজন বিচারকের নেই।
আরও পড়ুনঃ দিল্লির সহ অধিনায়ক ডুপ্লেসিস
শনিবার সন্ধ্যায় বিচারক জেমস বোয়াসবার্গের এক আদেশের পরদিনই ভেনেজুয়েলান অপরাধচক্র ত্রেন দে আরাহুয়ার দুই শতাধিক অভিযুক্ত সদস্যকে বের করে দেয় ট্রাম্প প্রশাসন। বহিঃশত্রু আইনের আওতায় এই আদেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা মূলত যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্যবহৃত হয়।
আরও পড়ুনঃ IPL-এর উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ, শ্রদ্ধা কাপুর
তবে, অন্য কোনও রাষ্ট্র কর্তৃক আক্রমণাত্মক কার্যকলাপ সংঘটিত হলেই এই আইন কার্যকর হতে পারে দাবি করে ওই বহিষ্কারাদের ১৪ দিনের জন্য স্থগিত রাখার আদেশ দিয়েছিলেন বিচারক বোয়াসবার্গ।