বাঁচাতে হবে জীবন, কনকনে ঠান্ডা উপেক্ষা করে রাত জাগছে ময়নাগুড়ি
- আপডেট : ১৩ জানুয়ারী ২০২২, বৃহস্পতিবার
- / 3
পুবের কলম ওয়েবডেস্কঃ বাঁচাতে হবে প্রাণ, ওই মৃত্যু গহ্বরে এখনও যাঁরা আটকে রয়েছেন তাদের জীবন বাঁচাতে হবে। তাই রাত জাগছে দোমহানি, ময়নাগুড়ি।
বৃহস্পতিবার বিকেলেনলাইনচ্যুত হয়েছে পটনা থেকে গুয়াহাটিগামী ১৫৬৩৩ আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। এখনও নিয়ে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
উত্তরবঙ্গের কনকনে ঠান্ডা, দিনের আলোও পড়ে আসে ঝুপ করে। তারমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। চারদিকে আহতদের আর্তচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে।
উদ্ধার করার পর আঘাতের গুরুত্ব বুঝে দেওয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসা, গুরুতর জখমদের সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হচ্ছে।
চিকিৎসক, নার্স, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ, রাজ্য সরকারের কর্তা, রেলের আধিকারিক, মন্ত্রী, প্রশাসনিক কর্তা সকলেই আপাতত দৃড় প্রতিজ্ঞ বাঁচাতে হবে প্রাণ। তাই তীব্র শীত উপেক্ষা করেই চলছে জীবন বাঁচানোর লড়াই।