ফের কেঁপে উঠল তুরস্ক, মৃত কমপক্ষে ৩ আহত দুশোর বেশি

- আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার
- / 6
পুবের কলম, ওয়েবডেস্ক: আতঙ্কের মাঝে ফের কেঁপে উঠল তুরস্ক। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬. ৪। এর ঘণ্টাখানের মধ্যে ফের একবার কম্পন অনুভূত হয়। তার মাত্রা ছিল ৫.৮। মৃত কমপক্ষে ৩, আহত ২১৩। দু সপ্তাহ আগেই সোমবারই ভয়ঙ্কর কম্পনে কেঁপে উঠেছিল তুরস্ক-সিরিয়া। ঘুমের মধ্যে ঘুমের দেশে চলে যান বহু মানুষ। ৬ ফেব্রুয়ারি হওয়া ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ৪৭ হাজার। এবার সেই আতঙ্কের মধ্যেই ফের কাঁপল তুরস্কের মাটি। প্রথম কম্পনটির উৎসস্থল ছিল তুরস্ক ও সিরিয়ার সীমান্তে।
উৎসস্থলের গভীরতা ছিল ২ কিলোমিটার। আর দ্বিতীয় ভূমিকম্পটির উৎসস্থল ছিল দক্ষিণ হাতায় প্রদেশের সামানদাগে। তুরস্কের স্থানীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সুলমান সোয়লুকে উদ্ধৃত করে জানিয়েছে, এই ভূমিকম্পে ৩ জন মারা গিয়েছে। আর আহতের সংখ্যা ২১৩। পরপর এই দুটি ভূমিকম্পের জেরে বেশ কিছু ঘর-বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর মিলেছে।