২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার চেষ্টায় তুরস্ক!

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ মার্চ ২০২২, সোমবার
  • / 5

পুবের কলম ওয়েবডেস্ক:  ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে আন্তর্জাতিক মঞ্চে সক্রিয় ভূমিকা রেখে চলেছে তুরস্ক। ইতিমধ্যে বিভিন্ন দেশের নেতার সঙ্গে ফোনে বা সরাসরি  কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। সকলকেই যুদ্ধ বন্ধ করে শান্তি কায়েমের আহ্বান জানিয়েছেন তিনি। এমনকী ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকাতেও দেখা গিয়েছে তুরস্ককে। এসকল কারণেই রাষ্ট্রসংঘের মহাসচিব গুতেরেস প্রেসিডেন্ট এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন। রবিবার ইউক্রেনের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গে ফোনে কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। এরদোগান গুতেরেসকে বলেন, যুদ্ধবিরতি জারি রয়েছে এমন অঞ্চলে মানবিক সহায়তা পাঠাচ্ছে তুরস্ক, নাগরিকদের উদ্ধার করা হচ্ছে ও শান্তি প্রতিষ্ঠার কথা চলছে। এই কথা শুনে গুতেরেস তুরস্কের কূটনৈতিক ও মধ্যস্থতাকারী হিসাবে বিশেষ উদ্যোগের প্রশংসা করেন। ধন্যবাদ জানান প্রেসিডেন্ট এরদোগানকে। উল্লেখ্য, তুরস্কই একমাত্র এমন একটি দেশ যারা কূটনৈতিক সমাধানের মাধ্যমে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার জোর চেষ্টা চালাচ্ছে। কয়েকদিন আগে ইউক্রেন ও রাশিয়ার বিদেশমন্ত্রীর মধ্যে আন্তালিয়ায় বৈঠক আয়োজন করেছিল তুরস্ক। এতে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছিল এরদোগান সরকার। সব পক্ষকে অস্ত্র নামিয়ে রাখার ডাক দিয়েছিল তারা। অবশ্য রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞাকে সমর্থন করেনি আঙ্কারা।

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার চেষ্টায় তুরস্ক!

আপডেট : ১৪ মার্চ ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক:  ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে আন্তর্জাতিক মঞ্চে সক্রিয় ভূমিকা রেখে চলেছে তুরস্ক। ইতিমধ্যে বিভিন্ন দেশের নেতার সঙ্গে ফোনে বা সরাসরি  কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। সকলকেই যুদ্ধ বন্ধ করে শান্তি কায়েমের আহ্বান জানিয়েছেন তিনি। এমনকী ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকাতেও দেখা গিয়েছে তুরস্ককে। এসকল কারণেই রাষ্ট্রসংঘের মহাসচিব গুতেরেস প্রেসিডেন্ট এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন। রবিবার ইউক্রেনের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গে ফোনে কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। এরদোগান গুতেরেসকে বলেন, যুদ্ধবিরতি জারি রয়েছে এমন অঞ্চলে মানবিক সহায়তা পাঠাচ্ছে তুরস্ক, নাগরিকদের উদ্ধার করা হচ্ছে ও শান্তি প্রতিষ্ঠার কথা চলছে। এই কথা শুনে গুতেরেস তুরস্কের কূটনৈতিক ও মধ্যস্থতাকারী হিসাবে বিশেষ উদ্যোগের প্রশংসা করেন। ধন্যবাদ জানান প্রেসিডেন্ট এরদোগানকে। উল্লেখ্য, তুরস্কই একমাত্র এমন একটি দেশ যারা কূটনৈতিক সমাধানের মাধ্যমে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার জোর চেষ্টা চালাচ্ছে। কয়েকদিন আগে ইউক্রেন ও রাশিয়ার বিদেশমন্ত্রীর মধ্যে আন্তালিয়ায় বৈঠক আয়োজন করেছিল তুরস্ক। এতে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছিল এরদোগান সরকার। সব পক্ষকে অস্ত্র নামিয়ে রাখার ডাক দিয়েছিল তারা। অবশ্য রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞাকে সমর্থন করেনি আঙ্কারা।