BREAKING:
মালদা ও মুর্শিদাবাদে নদীভাঙন রোধে মাস্টার প্ল্যান তৈরি করছে রাজ্য সরকার ভোটার কার্ডের সঙ্গে করতে হবে আধার লিঙ্ক, বড় নির্দেশ নির্বাচন কমিশনের বিদ্যুৎ পরিষেবায় ৪১১৬ কোটি টাকার বরাদ্দ, অনুমোদন West Bengal Legislative Assembly নদী নালার কাছে বসবাসকারী মানুষের Cancer ঝুঁকি বেশি: ICMR অসম-ভুটান রেল সংযোগ, থিম্পুর সঙ্গে রেল যোগাযোগ বাড়াতে তৎপর ভারত Jadavpur University ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির প্রস্তাব লালবাজারের ত্রিপলে ঢাকল সম্ভলের জামা মসজিদ, হোলি নিয়ে পদক্ষেপ যোগী প্রশাসনের ডানকুনির যানজট নিয়ে নবান্নে বৈঠক, কাজ চলবে আরও দু’মাস জানাল রাজ্য জুম্মা বন্ধ রেখে ঘরবন্দি থাকুন: হোলিতে মুসলিমদের নিদান পদ্ম বিধায়কের উনি মুসলিম বিধায়কদের অপমান করবেন, আমরা কি রসোগোল্লা খাওয়াব? পাল্টা Humayun Kabir

ওডিশার সরকারি স্কুলে ছাব্বিশ পড়ুয়ার মৃত্যু, নেপথ্যে অব্যবস্থা

Kibria Ansary
  • শেষ আপডেট: রবিবার, ৯ মার্চ, ২০২৫
ওডিশার সরকারি স্কুলে ছাব্বিশ পড়ুয়ার মৃত্যু, নেপথ্যে অব্যবস্থা

ভুবনেশ্বর, ৯ মার্চ: ওডিশায় সরকারি (Government Of Odisha) স্কুলে ছাব্বিশ পড়ুয়ার মৃত্যু। বলছে খোদ সরকারি রিপোর্ট। শুক্রবার (৭ মার্চ) বিধানসভায় এক প্রশ্নের জবাবে রাজ্য জানিয়েছে, ২০২৪ সালের জুলাই মাস থেকে ওড়িশা সরকারের এসটি এবং এসসি উন্নয়ন বিভাগ পরিচালিত আবাসিক স্কুলগুলিতে ছাব্বিশ পড়ুয়ার মৃত্যু হয়েছে। তবে ঠিক কি কারণে পড়ুয়াদের মৃত্যু হয়েছে! সে বিষয়ে মুখ খোলেনি বিজেপি শাসিত ওডিশা সরকার (Government Of Odisha)। তবে স্কুলগুলির অব্যবস্থাকেই দায়ী করেছে বিরোধীরা।

দেশের তৃতীয় সর্বোচ্চ আদিবাসী অধ্যষিত রাজ্য ওড়িশা (Odisha)। দেশের উপজাতি শিক্ষার্থীদের জন্য বৃহত্তম আবাসিক বিদ্যালয়ের সুবিধা রয়েছে রাজ্যটিতে। এসটি এবং এসসি উন্নয়ন বিভাগ পরিচালিত আবাসিক স্কুলগুলিতে মৃত্যুর কারণ হিসেবে উঠে এসেছে চূড়ান্ত অব্যবস্থার ছবি। সরকার পোষিত স্কুলগুলিতে এত সংখ্যক পড়ুয়া মৃত্যুর বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন কংগ্রেস বিধায়ক রামচন্দ্র কদম। চলতি বছরের জানুয়ারি মাসে অব্যবস্থার কারণে ছাব্বিশ পড়ুয়ার মৃত্যুর বিষয়টি প্রকাশ্যে আসে। এক সংবাদমাধ্যম অব্যবস্থার ১০টি ঘটনার তদন্ত করে এক রিপোর্টও প্রকাশ করে। তাতেও রাজ্যের ভাবমূর্তি বেআব্রু হয়েছে।

উল্লেখ্য, এসটি ও এসসি উন্নয়ন বিভাগ দ্বারা পরিচালিত আবাসিক বিদ্যালয় সংখ্যা ১,৭৪৬টি। এর মধ্যে প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় রয়েছে। এসটি ও এসসি উন্নয়ন বিভাগ দ্বারা পরিচালিত হয় প্রায় ৬,৭০০ হোস্টেল। এই হোস্টেলগুলিতে ৫.৭ লক্ষ পড়ুয়া থাকে। অধিকাংশ হোস্টেলগুলিতে পর্যাপ্ত পরিকাঠামো, মান সম্মত খাবার ও নিরাপত্তার অভাব রয়েছে। এমনকি পড়ুয়াদের দেখভালের জন্য পর্যাপ্ত কর্মী না থাকায় হোস্টেলগুলি ধুঁকছে। সূত্রের খবর, চলতি বছরের গত ২৮ জানুয়ারি সুন্দরগড় জেলার বোনাই মহকুমার শিহিদিয়া প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন পড়ুয়া মাঝরাতে তাদের হোস্টেল ছেড়ে ঘন জঙ্গলে বেরিয়ে পড়ে। ৫-১১ বছর বয়সী পড়ুয়ারা ঘন জঙ্গলের ৫ কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে। এই ঘটনার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও স্কুল কর্তৃপক্ষ জানতেই পারেনি ১৫ জন পড়ুয়া অনুপস্থিত রয়েছে। পরে পুলিশ তল্লাশি চালিয়ে পড়ুয়াদের উদ্ধার করে। এমনই একাধিক অব্যবস্থার নজির রয়েছে বলে উল্লেখ্য করেছে সংবাদমাধ্যমটি।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder