BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের নিয়ে রাজ্য সম্মেলনে অনুষ্ঠিত হল কলকাতা প্রেস ক্লাবে। বৃহস্পতিবারের মেগা বৈঠকের আগেই রবিবার একান্ত আলোচনায় মমতা-অভিষেক বিরাট মরুদ্যানে ভারত উদয় গাজায় আর কতজন জিম্মি আছেন? সাংসদ রকিবুল হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা জানাল অসম রাজ্যিক জমিয়ত উলামা মহারাষ্ট্রে রমযান মাসে সরকারি কর্মীদের ১ ঘন্টা আগে ছুটি দেওয়ার দাবি মুম্বইয়ে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের হিজাব খুলতে বাধ্য করার অভিযোগ হিন্দি ভাষা চাপানো নিয়ে তপ্ত হচ্ছে তামিলনাড়ু সউদিতে মৃত্যু মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা খলিমুদ্দিন শেখের, দেড় মাস পর বাড়িতে ফিরল লাশ ইএম বাইপাসকে নির্বিঘ্নে সচল রাখতে নয়া উদ্যোগ কলকাতা পুরসভার

শ্রীনগর, অনন্তনাগে জোড়া অভিযান-নিহত ২ জঙ্গি, আহত নিরাপত্তা কর্মী

রিপোর্টার:
  • শেষ আপডেট: শনিবার, ২ নভেম্বর, ২০২৪

পুবের কলম, ওয়েব ডেস্কঃ জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত দুই জঙ্গি। দক্ষিণ কাশ্মিরের শাঙ্গুস লারনু এলাকার হালকান গালির কাছে সংঘর্ষের সূচনা হয়। নিহতদের মধ্যে একজন বিদেশি, অন্যজন স্থানীয়। তবে নিহতরা কোন জঙ্গিগোষ্ঠীর অন্তর্ভুক্ত সে সম্পর্কে এখনও পর্যন্ত কোনও তথ্য জানা যায়নি। শেষ পাওয়া খবর পর্যন্ত সংবাদ সংস্থা পিটিআইকে নিরাপত্তা বাহিনীর আধিকারিক জানিয়েছে, অভিযান এখনও চলছে। বিস্তারিত তথ্য পরে জানা যাবে।

অন্যদিকে, শ্রীনগরের খানিয়ার এলাকায় অন্য একটি অভিযানে সিআরপিএফের দুই জওয়ান এবং দু’জন পুলিশ কর্মী আহত হয়েছেন। জানা গেছে, খানিয়ার এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এলাকা ঘিরে ফেলা হয়। শুরু হয় তল্লাশি অভিযান। সেই সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে সন্ত্রাসবাদীরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তাবাহিনীও। উভয়পক্ষের গুলি বিনিময়ে আহত হন চারজন নিরাপত্তাকর্মী। আহতদের উদ্ধার করে ৯২ ঘাঁটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন আছেন। পাশাপাশি শ্রীনগরের চিনার কর্পস এলাকায় শুক্রবার সন্ধ্যার পর থেকে সন্দেহভাজনদের গতিবিধির খবর এসেছে। তাদের খোঁজে অভিযান শুরু হলে নির্বিচারে গুলি চালিয়ে তারা জঙ্গলে পালিয়ে যায় বলে খবর। সেখানেও জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান ।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder