১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
রাতারাতি বদলে গেল টুইটারে লোগো, ১৭ বছরের সম্পর্ক শেষ!

ইমামা খাতুন
- আপডেট : ৪ এপ্রিল ২০২৩, মঙ্গলবার
- / 17
পুবের কলম,ওয়েবডেস্ক: রাতারাতি বদলে গেল টুইটারের ১৭ বছরের লোগো। নীল রঙের পাখি অর্থাৎ ব্লু বার্ড লোগোর পরিবর্তে এখন টুইটারে দেখা যাচ্ছে ডগি আইকন লোগো। হঠাৎ নীল পাখি থেকে কুকুরের ছবি দেখায় অনেকেই বিভ্রান্তিতে পড়েছেন। তবে কেন এই পরিবর্তন টুইটারে সেবিষয়ে কিছুই জানায়নি টুইটার কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এই কুকুরের ছবির সঙ্গে সোশ্যাল মিডিয়ার ব্যবহাকারীরা অনেকেই পরিচিত। বিভিন্ন মিমে এই কুকুরের মুখটি ব্যবহার হয়ে থাকে। ডোজকয়েন ক্রিপ্টোকারেন্সির সেই কুকুরের ছবি দিয়ে আইকনিক ব্লু বার্ড লোগে পরিবর্তন করলেন টুইটার সিইও।
আগে হোম বাটন হিসেব এই ব্লু বার্ড দেখা যেত। এখন থেকে টুইটারের হোম বাটনে চোখ গোল গোল করে তাকিয়ে রয়েছে ডোজকয়েন ব্লকচেইন ও ক্রিপ্টোকারেন্সির কুকুরটি।