পুবের কলম, ওয়েব ডেস্ক: আরও দুই ভারতীয় নাগরিককে ফাঁসি দিল সংযুক্ত আরব আমিরাত। তাদের নাম মুহাম্মদ রিনাশ অরঙ্গিলোত্তু এবং মুরলীধরন পেরামতত্ত ভেলাপ্পিল। উভয়ের বাড়ি কেরালায়। দুটি পৃথক হত্যা মামলায় তাদের দোষী সাব্যস্ত করেন আরব আমিরাতের আদালত।