বীরভূমে পথ দুর্ঘটনায় মৃত ২, জখম কমপক্ষে ২০
- আপডেট : ২৯ অক্টোবর ২০২১, শুক্রবার
- / 7
কৌশিক সালুইঃ বীরভূম বেসরকারি বাসের নিয়ন্ত্রণ হারিয়ে যন্ত্র চালিত ভ্যানকে ধাক্কা। ঘটনায় মৃত্যু দুই ব্যক্তির। প্রায় কুড়ি জন জখম। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বীরভূমের মহম্মদ বাজার থানার ৬০নম্বর জাতীয় সড়কের জয়পুরের কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তিরা হলেন মধু মাহারা বয়স ৬০বছর বাড়ি জয়পুরে তিনি যন্ত্রচালিত ভ্যানটি চালাচ্ছিলেন এবং তড়িৎ মন্ডল বয়স ৫৮বছর বাড়ি সিউড়ি শহরে হোসেনাবাদ এলাকায় তিনি বেসরকারি বাসের কন্ডাক্টর ছিলেন।
এদিন বিকেলে বাসটি রঘুনাথগঞ্জ থেকে সিউড়ি উদ্দেশ্যে আসছিল। জয়পুরের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে শেওড়াকুড়ি থেকে জয়পুর দিকে আসা যন্ত্র চালিত ভ্যানটিকে ধাক্কা মেরে রাস্তার পাশে পুনরায় গাছে গিয়ে ধাক্কা মারে। ঘটনায় প্রায় কুড়ি জন মত বাস এবং যন্ত্রচালিত ভ্যানের আরোহী গুরুতর জখম হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। পরিবার সূত্রে জানা গিয়েছে মধু মাহারা তিনি খড়িমাটি রাস্তায় ফেরি করে বিক্রি করে বাড়ি ফিরছিলেন যন্ত্র চালিত ভ্যান চালিয়ে। দুর্ঘটনাগ্রস্ত জখম বাস যাত্রী রফিজুল খান এবং সদন বাদ্যকর বলেন,” বাসের সামনের টায়ার থেকে নিয়ন্ত্রন হারিয়ে একটি যন্ত্র চালিত ভ্যান কে ধাক্কা মারে এবং রাস্তার পাশে বাসটি কাছে গিয়ে ধাক্কা মারে ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে”