সমকামী নাইট ক্লাবে গুলিতে নিহত ২

- আপডেট : ২৫ জুন ২০২২, শনিবার
- / 9
পুবের কলম ওয়েবডেস্কঃ নরওয়ের রাজধানী অসলোতে অবস্থিত সমকামীদের একটি নাইট ক্লাবে বন্দুক হামলায় নিহত হয়েছেন ২ জন, আহত ১৪। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের মুখপাত্র তোরে বারস্টাড বলেন, ‘দ্য লন্ডন পাব’ নামক নাইট ক্লাবে হামলাটি চালানো হয়। ‘লন্ডন পাব’ অসলোর একটি পরিচিত সমকামী নাইট ক্লাব। আহত ১৪ জনকে হাসপাতালে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ। এরমধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি একজন ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে আসতে দেখেছি। তিনি বন্দুক দিয়ে হামলা শুরু করেন।’ কী কারণে এ হামলা চালানো হয়েছে, তা জানা যায়নি। তবে শনিবার দিনশেষে অসলোতে বার্ষিক ‘প্রাইড প্যারেডের’ আয়োজন করা হয়েছিল। মূলত সমকামী ও উভকামীদের জন্য এই প্যারেড আয়োজন করা হয়।