জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত ২
- আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২২, রবিবার
- / 5
পুবের কলম ওয়েবডেস্কঃ মেছেদা-হলদিয়া ৪১ নম্বর জাতীয় সড়কের হাঁসগেড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে হলদিয়া গামী ডাম্পার ঢুকে গেল একটি দোকানে। পথচারীদের ধাক্কা মেরে ঢুকে যায় দোকানে। ঘটনাস্থলে মৃত্যু হয় ১ শিশুর।এর মধ্যে আহতদের হাসপাতালে নিয়ে এলে মৃত্যু হয় ১ জন মহিলার।এছাড়াও এই দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন ২ জন ।
যাদের মধ্যে গুরুতর ১ জন। সবাইকে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে আনা হয়েছে। ঘটনাস্থলে নন্দকুমার থানার পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর। অভিযোগ পুলিশ রাস্তায় তোলাবাজি করছিল। ডাম্পারটিকে আটকে টাকা নিতে গেলে পুলিশের তাড়ায় ডাম্পার টি নিয়ন্ত্রণ হারায়। ঘটনার পর নন্দকুমার থানার পুলিশ কে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।