জঙ্গি যোগের অভিযোগে মুম্বই থেকে গ্রেফতার ডায়মন্ড হারবারের দুই ব্যক্তি

- আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২২, শনিবার
- / 12
ওবাইদুল্লা লস্কর, ডায়মন্ড হারবারঃ জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার ডায়মন্ড হারবারের দুই বাসিন্দা। তাদের বিরুদ্ধে আল কায়দার শাখা সংগঠন কুয়াতুল হিন্দের সঙ্গে যোগসাজশের এর প্রমাণ পেয়েছে পুলিশ।
একজন ডায়মন্ড হারবার থানার দেউলপোতা এলাকার বাসিন্দা সামির সেখ যাকে বাড়ি থেকেই গ্রেফতার করে ডায়মন্ড হারবার থানার পুলিশ। অন্য আর এক ধৃত পারুলিয়া কোষ্টাল থানা এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন খান। যাকে গ্রেফতার করা হয় মুম্বই থেকে।
সূত্রের খবর, আল-কায়দার শাখা সংগঠন কোয়াতুল হিন্দের আদেশ মেনেই কাজ করত একাধিক জঙ্গি। যাদের উপর অনেকদিন ধরেই নজর রেখেছিল মুম্বই এটিএস। এক ধরনের অ্যাপ ব্যবহার করে সোশ্যাল মিডিয়াকে কব্জা করে জঙ্গি কার্যকলাপ চালাত এরা।
সেই সূত্র ধরেই সাদ্দামকে গ্রেফতার করে মুম্বাই এটিএস। পরে জানা যায় সাদ্দাম পারুলিয়া কোস্টাল থানা এলাকার বাসিন্দা। তার সঙ্গে এ রাজ্য থেকেই জঙ্গি কার্যকলাপের ঘাঁটিকে শক্তিশালী করছে সমীর শেখ। যে ডায়মন্ড হারবারের বাসিন্দা। তারপরই মুম্বাই পুলিশ পশ্চিমবঙ্গ এসটিএফ শাখার সঙ্গে যোগাযোগ করলে তারাই ডায়মন্ড হারবার পুলিশ জেলার সঙ্গে যোগাযোগ করে তদন্ত শুরু করে।
এরপর ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ আধিকারিক মিতুন কুমার দের নেতৃত্বাধীন একটি পুলিশ টিম ও এসটিএফ এর যৌথ অভিযানে চাঁদনগর দেউলপোতা থেকে গ্রেফতার হয় সামির সেখ।
কধৃত সামির হোসেনের পরিবারের লোকজন জানায়, শুক্রবার রাতে পুলিশ বাড়িতে এসে সামির শেখকে গ্রেফতার করে। তবে ঠিক কী কারনে তাদের ছেলেকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে তারা কিছু জানেন না। পাশাপশি ছেলের জঙ্গি যোগের খবর শুনে পরিবারের লোকজন জানায়, সমির বর্ধমানের মাদ্রাসায় পড়শোনা করত। পরে মেদিনীপুরের পাঁশকুড়াতে পড়াশোনা শেষ করে বর্তমানে ডায়মন্ড হারবারের আব্দালপুরের একটি মসজিদে ইমামতি করতো। কিন্তু জঙ্গি যোগের কোনও খবর তারা জানে না।