দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা ইসরায়েল সেনার
- আপডেট : ৩ অক্টোবর ২০২২, সোমবার
- / 6
রামাল্লা, ৩ অক্টোবর: রামাল্লায় দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনা সদস্যরা। একটি অভিযান চালনাকালে তাদের হত্যা করা হয়।
রামাল্লার উত্তরাংশে জালাজোন শরণার্থী ক্যাম্পের বাইরে একটি গাড়িতে ওই দুই ব্যক্তিকে গুলি করা হয়।
ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহতরা হলেন ১৮ বছর বয়সী বাসেল কাসেম বাসবুস ও ২১ বছর বয়সী খালেদ ফাদি আনবার।
গাড়িতে এ গুলি করার ঘটনায় রাফাত হাবাস নামে ১৯ বছর বয়সী আরেক তরুণ আহত হয়েছে।
গুলিতে নিহতদের লাশ নিয়ে গেছে ইসরাইলি সেনারা আর আহত হাবাসকেও গ্রেফতার করেছে তারা।
ইসরাইলি বাহিনী দাবি করছে, ওই তিন ব্যক্তি তাদের ওপর গাড়ি হামলার পরিকল্পনা করছিল। গুলি করার আগে তাদেরকে গ্রেফতারের চেষ্টা করা হয়েছিল।
তবে হতাহতদের পরিবারের সদস্যরা ইসরাইলি বাহিনীর এ দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন।
নিহত বাসবুস একটি বেকারিতে কাজ করতেন। তারা ১০ ভাইবোন। তাদের এক ভাইও ইসরাইলি কারাগারে বন্দী।7
তার বোন বারা বলেন, ইসরাইলি বাহিনীর অভিযানের খবর পেয়ে বাসবুস তার বন্দুদের সাথে দেখতে গিয়েছিল যে সেখানে কী হচ্ছে।
জালাজোনের বাড়িতে বারা বলেন, তার ভাই ইসরাইলি বাহিনীকে কোনো ধরনের আক্রমণ করেনি।
৩৭ বছর বয়সী আরেক বোন বলেন, বাসবুস আগের সন্ধ্যায় তার ছেলের সাথে ছিল। আলজাজিরাকে তিনি বলেন, বাসবুস রাত ৩টার দিকে বন্ধুদের কাছ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল।
এ দুই ফিলিস্তিনির হত্যার প্রতিবাদে রামাল্লা ও আল-বাইরের গভর্নর অফিস সোমবার হরতাল পালন করছে। বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট।
ইসরাইলি বাহিনী প্রায় প্রতিদিনই পশ্চিমতীরে বিশেষ করে জেনিন ও নাবলুস শহরে অভিযান চালিয়ে আসছে। এ এলাকায় নতুন একটি সশস্ত্র গ্রুপ গঠন হওয়ার পর থেকে এ অভিযান পরিচালনা করছে ইসরাইলি বাহিনী।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ১৯৬৭ সালে ইসরাইলি বাহিনীর দখল করা ফিলিস্তিনের অংশে এ বছরের শুরু থেকে প্রায় ১৬০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এর মধ্যে অবরুদ্ধ গাজায় গত আগস্ট মাসে তিন দিনব্যাপী অভিযানের সময় ৫১ জন নিহত হয়েছে।