ধর্ষণে অভিযুক্ত সহকর্মীকে অপহরণের অভিযোগে গ্রফতার দুই মহিলা পুলিশ কর্মী

- আপডেট : ৫ ডিসেম্বর ২০২২, সোমবার
- / 9
পুবের কলম ওয়েব ডেস্কঃ সহকর্মীকে অপহরণের অভিযোগে আটক দু’ই মহিলা পুলিশ। আটক ওই মহিলাদের মধ্যে একজন ইন্সপেক্টর ও অন্য আর একজন কনস্টেবল পদে নিযুক্ত ছিলেন। তারা দু’জনই মূলত উত্তরপ্রদেশের সুলতানপুরের মহিলা থানায় নিযুক্ত ছিলেন।
পুলিশ সূত্রে খবর, অপহৃত ওই পুলিশ ইন্সপেক্টরের নাম নিশু তোমার। বিগত জুলাই মাসে তার বিরুদ্ধে তারই সহকর্মীকে ধর্ষণের অভিযোগ ওঠে। তারপর সেপ্টেম্বর মাসে তিনি নিজেই স্থানীয় পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করতে যান। সেই সময় মীরা কুশওয়াহা নামক এক মহিলা আধিকারিক নিশু তোমারকে গ্রেফতার করেন। তারপর থেকেই নিখোঁজ রয়েছে নিশু।
দীর্ঘদিন তার খোঁজ না মেলায় শেষে আদালতের দ্বারস্থ হন নিশুর স্ত্রী কুসুম দেবী। স্বামীকে খুঁজে বার করতে আদালতের পদক্ষেপের জন্য আর্জি জানান কুসম দেবী। এরপরেই ওই দুই মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে অপহরণ, খুনের হুমকি, অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা দায়ের হয়েছে। তবে এখনও পর্যন্তও নিশুর খোঁজ মেলেনি বলেই পুলিশ সূত্রে খবর।