কথা বলার অছিলায় শিক্ষককে আচমকা গুলি দুই পড়ুয়ার, ভাইরাল ভিডিয়ো

- আপডেট : ২৩ জুন ২০২৩, শুক্রবার
- / 7
পুবের কলম, ওয়েবডেস্ক: কথা বলার অছিলায় সামনে ডেকে নিয়ে এক শিক্ষকের ওপর গুলি চালিয়ে দিল এক পড়ুয়া। তাকে সাহায্য করল আরও এক পড়ুয়া। আপাতত গুলিবিদ্ধ শিক্ষকের চিকিৎসা চলছে। অভিযুক্ত দুই পড়ুয়ার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
মধ্যপ্রদেশের প্রকাশ্য দিন-দুপুরে এই ধরনের গুলি চালানোর ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, টিউশন ক্লাসে বেশ কিছু টাকা বকেয়া ছিল দুই পড়ুয়ার। সেই টাকাই তাদের দিতে বলেছিলেন কোচিং ক্লাসের ওই শিক্ষক। টাকা দেওয়ার কথা বলাতে ক্রমেই দুই পড়ুয়ার সমস্ত রাগ গিয়ে পড়ে প্রাক্তন ওই শিক্ষকের। বুধবার মধ্যপ্রদেশের মোরেনা জেলার জাউরা রোডে গিরওয়ার সিংকে কোচিং সেন্টার থেকে ডাকে ওই দুই স্কুল পড়ুয়া। দুই স্কুল পড়ুয়া এই বাইক নিয়ে আসে। শিক্ষক গিরওয়ার সিংকে ডেকে নিয়ে কথা বলতে শুরু করে। কিছু না বোঝার আগেই শিক্ষক গিরওয়ার সিংকে লক্ষ্য করে তার পেটে দেশীয় পিস্তল বের করে গুলি চালায় পড়ুয়ারা।
#Video| Students Talk Normally With Their Former Teacher, Then Fire At Him pic.twitter.com/3znpHTtXEO
— NDTV (@ndtv) June 23, 2023
courtesy NDTV
পুলিশ জানিয়েছে, জাউরা রোড এলাকার কুলেন্দ্র কোচিং সেন্টার চালান ও সেখানে পড়ান। দুই হামলাকারী পড়ুয়া তিন বছর আগে তাদের দ্বাদশ শ্রেণির পরীক্ষা দেওয়া পর্যন্ত তার কেন্দ্রে পড়াশোনা করেছিল।পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই দুই পড়ুয়ার কাছে বকেয়া টাকা চেয়েছিলেন শিক্ষক গিরওয়ার সিং। এই কারণে সমস্ত রাগ গিয়ে প্রাক্তন শিক্ষক সিংয়ের উপরে। তখনই দুজনে মিলে এই হামলার পরিকল্পনা করে।গোয়ালিয়রে এক হাসপাতালে ভর্তি রয়েছেন গুলিবিদ্ধ শিক্ষক গিরওয়ার সিং। তিনি জানান, পড়ুয়ারা তার ওপর হামলা চালাবে তিনি ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি। আচমকাই তারা গুলি চালিয়েছিল। অতিরিক্তি পুলিশ কমিশনার রাই সিং নরওয়ারিয়া(মোরেনা) গুলিবিদ্ধ শিক্ষককে গোয়ালিয়রের হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি এফআইআর দায়ের হয়েছে। আমরা খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করব। কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।