১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চিনে আঘাত হানল টাইফুন ইনফা, সাগর উত্তাল হওয়ার আশঙ্কা, বন্ধ বিমান-রেল পরিষেবা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ জুলাই ২০২১, সোমবার
  • / 8

পুবের কলম, ওয়েবডেস্কঃ বন্যায় বিপর্যস্ত চিনে এবার আঘাত হেনেছে টাইফুন ইনফা। রবিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে দেশটির পূর্ব উপকূলের ঝউশান শহরে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। টাইফুনের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বন্যার ঝুঁকির মধ্যেও পড়তে পারে নানা অঞ্চল। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৩৭ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে বলে জানা গিয়েছে।

ইনফার প্রভাবে ঝউশান শহরে বিমান ও রেলপরিষেবা বন্ধ রাখা হয়েছে। সাংহাইয়ের দক্ষিণে একটি বন্দর থেকে সরিয়ে নেওয়া হয়েছে অনেক জাহাজ। শহরটিতে বেশ কিছু পার্ক ও জাদুঘর বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঝেজিয়াং প্রদেশে স্কুল,বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

এ দিকে চিনের মধ্যাঞ্চল এখনও রেকর্ড বন্যায় ভাসছে। বন্যায় সেখানে অন্তত ৫৮ জনের মৃত্যু হয়েছে, বহু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে এবং ১০ লক্ষেরও বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। এই পরিস্থিতিতেই দেশটি এবার টাইফুনের কবলে পড়ল।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চিনে আঘাত হানল টাইফুন ইনফা, সাগর উত্তাল হওয়ার আশঙ্কা, বন্ধ বিমান-রেল পরিষেবা

আপডেট : ২৬ জুলাই ২০২১, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ বন্যায় বিপর্যস্ত চিনে এবার আঘাত হেনেছে টাইফুন ইনফা। রবিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে দেশটির পূর্ব উপকূলের ঝউশান শহরে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। টাইফুনের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বন্যার ঝুঁকির মধ্যেও পড়তে পারে নানা অঞ্চল। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৩৭ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে বলে জানা গিয়েছে।

ইনফার প্রভাবে ঝউশান শহরে বিমান ও রেলপরিষেবা বন্ধ রাখা হয়েছে। সাংহাইয়ের দক্ষিণে একটি বন্দর থেকে সরিয়ে নেওয়া হয়েছে অনেক জাহাজ। শহরটিতে বেশ কিছু পার্ক ও জাদুঘর বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঝেজিয়াং প্রদেশে স্কুল,বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

এ দিকে চিনের মধ্যাঞ্চল এখনও রেকর্ড বন্যায় ভাসছে। বন্যায় সেখানে অন্তত ৫৮ জনের মৃত্যু হয়েছে, বহু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে এবং ১০ লক্ষেরও বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। এই পরিস্থিতিতেই দেশটি এবার টাইফুনের কবলে পড়ল।