আল-আকসার ঘটনার প্রতিবাদে ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব আরব আমিরাতের

- আপডেট : ২০ এপ্রিল ২০২২, বুধবার
- / 6
পুবের কলম ওয়েবডেস্কঃ জেরুজালেমের আল-আকসা মসজিদে সংঘটিত ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাতে ইসরায়েলের রাষ্ট্রদূত আমির হায়েককে তলব করেছে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আন্তর্জাতিক সহযোগিতা (এমওএফএআইসি) প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশিমি তলব করেন ইসরায়েলের রাষ্ট্রদূতকে। জেরুজালেমের আল-আকসা মসজিদে সংঘটিত ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাতেই এই তলব। মঙ্গলবার এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, আল আকসায় বেসামরিক নাগরিকদের উপর যেভাবে হামলা চালানো হয়েছে সংযুক্ত আরব আমিরাত তার তীব্র নিন্দা জানাচ্ছে। তাছাড়া যেভাবে পবিত্র স্থানগুলিতে ইসরাইলি দখলদাররা অনুপ্রবেশ করেছে তার প্রতিবাদ করেছে আমিরাত।আল হাশিমি বলেছেন অবিলম্বে এই ঘটনাগুলি বন্ধ করতে হবে। মুসল্লিদের পূর্ণ সুরক্ষা প্রদান করতে হবে। ফিলিস্তিনিদের ধর্মীয় আচার পালনের অধিকারকে সম্মান জানতে হবে। একই সঙ্গে আল-আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন করতে হবে। একইসঙ্গে মসজিদের পবিত্রতা লঙ্ঘন করে এমন কিছু করা যাবে না। তা বন্ধ করতে হবে।আরব আমিরাত চাইছে শান্তি অর্জনের জন্যে ধারাবাহিক আলোচনা হোক। ফিলিস্তিনকে আলাদা করে মর্যাদা দেওয়া হোক। ১৯৬৭ সালে জেরুশালেমেকে রাজধানী করে ফিলিস্তিনকে সেভাবে মর্যাদা দেওয়ার কথা হয়েছিল তার ওপর জোর দেয় আমিরাত।