ইউসিসি: বিজেপির ফাঁদে পা দিয়ে কঠিন মন্তব্য করবেন না মুসলিমদের বার্তা অবসরপ্রাপ্ত আইএএস সূর্যপ্রতাপ সিংয়ের
ইমামা খাতুন
- আপডেট :
২ জুলাই ২০২৩, রবিবার
- / 10
পুবের কলম,ওয়েবডেস্ক: অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মুসলিমদের প্রতিক্রিয়া যত তীব্র হবে, হিন্দুদের মেরুকরণ করতে তত সুবিধা হবে। তাই মুসলিমদের উচিত সাবধান হওয়া। কারও প্ররোচনায় পা না দেওয়া। সংবিধানের ৪৪ নং অনুচ্ছেদে অভিন্ন দেওয়ানি বিধির উল্লেখ রয়েছে। এটি সংবিধানের নির্দেশমূলক নীতির অংশ। যা শুধুমাত্র একটি নির্দেশিকা। তার সাংবিধানিক বাধ্যবাধকতা নেই।
অনুচ্ছেদ ৪৪ ছাড়াও, অনুচ্ছেদ ১৪, ১৫, ১৯, ২১, ২৮ এবং ২৯ -এ সংবিধানের মূল কাঠামো নিয়ে আলোকপাত করা হয়েছে। সুপ্রিম কোর্ট আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সংঘাত সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। তাই অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি নিয়ে আসা এত সহজ নয়। মুসলিমদের উচিত গোটা ব্যাপরটা ধরতে পারা। আসলে তাদের প্ররোচিত করা চেষ্টা হচ্ছে। যাতে রাগের মাথায় তারা কিছু কঠিন কথা বলে ফেলে। আর সেই কথাকে সামনে রেখে মেরুকরণ প্রচার করতে সুবিধা হবে বিজেপির। তাই এমন প্রতিক্রিয়াকে সামনে রেখে ফের একবার হিন্দুদের একজোট করার চেষ্টা করবে তারা।
সবথেকে ভালো হল, ইউসিসির খসড়া-প্রস্তাব এখনই সামনে আনা হোক, তার ভিত্তিতেই প্রতিক্রিয়া দেওয়া বুদ্ধিমানের কাজ হবে। বিজেপি এবং আরএসএস এটিকে তাদের মাস্টারস্ট্রোক মনে করছে। তবে কর্নাটক নির্বাচনে যেমন হিন্দুত্ব ইস্যু ব্যাকফায়ার করেছে এবার তেমনটা হওয়ারই সম্ভবনা বেশি। হিন্দুরাও এখন বুঝতে পেরেছে যে ভোটের জন্য তাদের বারবার বোকা বানানো হচ্ছে। মেরুকরণ ইস্যুকে তুলে এনে প্ররোচিত করা হচ্ছে।