২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
মধ্যপ্রাচ্যের আকাশে ইউএফও!

ইমামা খাতুন
- আপডেট : ২ জুন ২০২৩, শুক্রবার
- / 12
পুবের কলম,ওয়েবডেস্ক: প্রথমবারের মতো অজ্ঞাতপরিচয় উড়ন্ত বস্তু (ইউএফও) নিয়ে পাবলিক মিটিং করেছে নাসা। জনসভায় একটি ফুটেজ শেয়ার করেছেন বিজ্ঞানীরা। তাতে দেখা গিয়েছে, একটি কক্ষ-আকৃতির ইউএফও মধ্যপ্রাচ্যের আকাশ দিয়ে উড়ে যাচ্ছে।
নাসা জানায়, বস্তুটির কোনও ‘গোপন প্রযুক্তিগত ক্ষমতা’ নেই। তবে উপসংহারে পৌঁছাতে আরও সময় লাগবে। মধ্যপ্রাচ্যের আকাশে যে উড়ন্ত বস্তুটির দেখা মিলেছে সেটি সত্যি ইউএফও কিনা তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন।
পেন্টাগনের অল ডোমেইন রেসোলিউশন অফিসের পরিচালক সিন কার্কপ্র্যাট্রিক বলেন, ২০২২ সালের প্রোজেক্টের অধীনে নয়া আবিষ্কারটি করা হয়েছে। তাঁর কথায়, ‘উপসংহার টানার আগে আরও সময় লাগবে যাতে করে আমরা একই ধরনের আরও কিছু বস্তুর তথ্য হাতে পেতে পারি।’