রিয়াধ: ইউক্রেন যুদ্ধ বন্ধে সউদি আরবের রাজধানী রিয়াধে আলোচনায় বসেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। তিন বছর আগে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক হামলা চালানোর পর এই প্রথম যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে সরাসরি বৈঠক হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে রিয়াধের দিরিয়াহ প্যালেসে সউদি আরবের মধ্যস্থতায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই বৈঠক শুরু হয়। বৈঠকে আমেরিকার প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প সরকারের বিদেশ সচিব মার্কো রুবিও। রয়েছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং পশ্চিম এশিয়া বিষয়ক দূত স্টিভ উইটকফ।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, আজকের বৈঠক সমঝোতা আলোচনা শুরু করার জন্য নয়। বরং ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে রাশিয়া ‘আন্তরিক’ কি না, সেটা বোঝার জন্য এই আলোচনায় বসা। আর রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ওপর অগ্রাধিকার দিচ্ছে তারা। আলোচনার টেবিলে আয়োজক দেশ সউদি আরবের পক্ষে উপস্থিত আছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সউদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসায়েদ বিন মুহাম্মদ আল-আইবান। যুদ্ধবিরতির বিষয়ে মঙ্গলবার প্রাথমিক আলোচনা হয়েছে বলে পশ্চিম এশিয়ার কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার জানান, তাঁদের আমন্ত্রণ জানানো হয়নি। বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা না করে তাঁরা রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতেও চান না। তবে এমন পরিস্থিতিতে ইউক্রেনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুধবার সউদিতে যাচ্ছেন জেলেনস্কি। রবিবার রাতে ট্রাম্প জানিয়েছিলেন ইউক্রেন যুদ্ধে ইতি টানতে পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে পুতিনের মনোভাব ‘ইতিবাচক’ বলেও দাবি করেছিলেন ট্রাম্প।