খারকিভে রাশিয়াকে ব্যাকফুটে ঠেলার দাবি ইউক্রেন সেনার

- আপডেট : ১১ মে ২০২২, বুধবার
- / 5
পুবের কলম প্রতিবেদকঃ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভের কাছে পালটা হামলায় পিছু হটেছে রুশ বাহিনী। শহরের উত্তর ও উত্তর-পূর্বে রুশ বাহিনীর কাছ থেকে কয়েকটি গ্রাম পুনর্দখল করে নিয়েছে ইউক্রেনীয় বাহিনী। মঙ্গলবার ইউক্রেনের কর্মকর্তারা এই দাবি করেছেন। বিশ্লেষকেরা বলছেন, ইউক্রেনীয় বাহিনীর পালটা হামলায় রুশ বাহিনীর পিছু হটা যুদ্ধের গতিবেগ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এতে অগ্রগামী রুশ বাহিনীর অবস্থান খানিক বদলে যাবে। জানা গিয়েছে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের উত্তরে গত কয়েক দিনে চারটি গ্রাম পুনর্দখল করে নিয়েছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় বাহিনীর সাফল্য দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে রুশ বাহিনীকে ক্রমে পিছু হটিয়ে দিচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে শহরটিতে অবিরাম বোমাবর্ষণ করা হয়েছে। জেলেনস্কি আরও বলেন, ‘আমি জনগণের প্রতি আহ্বান জানাতে চাই যাতে অতিমাত্রায় আবেগ ছড়ানো না হয়। আমাদের অতিমাত্রায় নৈতিক চাপ দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করা উচিত হবে না।’ এ দিকে ওয়াশিংটনে শীর্ষ মার্কিন গোয়েrদা কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধে কোনও পক্ষই তেমন আর অগ্রসর হতে পারছে না। মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক এভ্রিল হেইনস বলেছেন, দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাসে আরও যুদ্ধ হতে পারে। বিশ্লেষকেরা মনে করছেন, খারকিভ নতুন ধাপের ইঙ্গিত হতে পারে, ইউক্রেনীয় বাহিনী এখন পালটা হামলা চালাতে যাচ্ছে। কয়েক সপ্তাহ ধরে রুশ বাহিনী ব্যাপক হামলা চালিয়েও সেখানে সাফল্য পায়নি। ইউক্রেনে হামলা শুরুর পরই খারকিভের উপকণ্ঠ দখল করে নেয় রুশ বাহিনী। এখন তাদের পিছু হটিয়ে দেওয়ার মাধ্যমে ইউক্রেনীয় বাহিনী পেছনের সরবরাহ লাইনে আঘাত হানতে যাচ্ছে।