পশ্চিমাদের ‘সিদ্ধান্তহীনতায়’ মরছে ইউক্রেনীয়রা: কিয়েভ

- আপডেট : ২৩ জানুয়ারী ২০২৩, সোমবার
- / 5
পুবের কলম ওয়েবডেস্ক: পশ্চিমাদের ‘সিদ্ধান্তহীনতা’-র জন্যই ইউক্রেনের নাগরিকরা মরছে বলে অভিযোগ করেছে কিয়েভ। লিওপার্ড যুদ্ধ-ট্যাঙ্ক সরবরাহ করার বিষয়ে ন্যাটোর সিদ্ধান্তহীনতার মধ্যেই এই অভিযোগ তুলল কিয়েভ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক শনিবার টুইটারে লিখেছেন, ‘আজকের সিদ্ধান্তহীনতা আমাদের আরও বেশি মানুষকে হত্যা করছে।’
তিনি বলেন, ‘প্রতিটি দিন বিলম্ব মানে আরও ইউক্রেনীয়দের মৃত্যু। তাই দ্রুত চিন্তা করুন।’ প্রায় ৫০টি দেশ গত শুক্রবার ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ান ডলার মূল্যের সামরিক সরঞ্জাম সরবরাহ করতে সম্মত হয়। এর মধ্যে রাশিয়ান বাহিনীর আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে সাঁজোয়া যানসহ অন্যান্য যুদ্ধাস্ত্রও কিয়েভকে দেওয়ার কথা রয়েছে। এছাড়া কিয়েভকে অত্যাধুনিক ট্যাঙ্ক সরবরাহ করার জন্য যথেষ্ট চাপের মধ্যে রয়েছে জার্মানি। তবে বৈঠকের পরে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন, ‘লিওপার্ড ট্যাঙ্কের বিষয়ে আমরা এখনও বলতে পারি না কখন সিদ্ধান্ত নেওয়া হবে এবং সিদ্ধান্ত কী হবে।’
রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে জার্মানির তৈরি লিওপার্ড-২ ট্যাঙ্ক চায় ইউক্রেন। বেশ কয়েকটি মিত্র দেশ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির কথার সঙ্গে সুর মিলিয়ে বলেছে, জার্মান এই ট্যাঙ্ক রাশিয়ার সঙ্গে ইউক্রেনের লড়াইয়ের জন্য অপরিহার্য। কিন্তু জার্মান চ্যান্সেলর জানিয়েছিলেন, সব দিক বিবেচনা করে, সবার সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত জানানো হবে। অন্যদিকে আমেরিকার কাছেও অ্যাব্রাম ট্যাঙ্ক চেয়েছিল ইউক্রেন। আমেরিকার বক্তব্য, এই ধরনের অত্যাধুনিক ট্যাঙ্ক এখন ইউক্রেনের পক্ষে ব্যবহার করা কঠিন। এই ধরনের ট্যাঙ্ক চালানোর জন্য প্রশিক্ষণের প্রয়োজন। ইউক্রেনের সেনাকে এখন সেই প্রশিক্ষণ দেওয়া সম্ভব নয়। সে কারণেই তাদের ট্যাঙ্ক দেওয়া হচ্ছে না।